হুমকি বাস্তবায়ন করল আনসারুল্লাহ যোদ্ধারা
লোহিত সাগর থেকে ৫২ ক্রুসহ ইসরাইলি জাহাজ আটক করল ইয়েমেন
ইয়েমেনের সশস্ত্র বাহিনী লোহিত সাগর থেকে ৫২ জন ক্রুসহ একটি ইসরাইলি জাহাজ আটক করেছে। ইয়েমেনের আনসারুল্লাহ প্রতিরোধ আন্দোলন সম্প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিল, গাজা উপত্যকায় ইসরাইলি পাশবিক হামলা বন্ধ না হলে লোহিত সাগর দিয়ে চলাচলকারী যেকোনো ইসরাইলি জাহাজকে টার্গেট করা হবে।
লেবাননের আল-মায়াদিন টেলিভিশন খবর দিয়েছে, ইয়েমেনের নৌবাহিনী গতকাল (রোববার) লোহিত সাগরের গভীর থেকে ইসরাইলি জাহাজটি আটক করতে সক্ষম হয়। জাহাজটির ক্রুদেরকে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ইয়েমেনের যথাযথ কর্তৃপক্ষ এসব ক্রুর জাতীয়তা পরীক্ষা করে দেখছে।
এদিকে, ‘গ্যালাক্সি লিডার’ নামক আটক জাহাজটি ইসরাইলি মালিকানাধীন বলে ইহুদিবাদী গণমাধ্যম স্বীকার করেছে। তবে তারা দাবি করেছে, জাহাজটিতে ইসরাইলের কোনো ক্রু ছিল না; যদিও ইয়েমেন এখন পর্যন্ত এই দাবির সত্যতা নিশ্চিত করেনি।
এর আগে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি বলেছিলেন, লোহিত সাগর দিয়ে চলাচলকারী ইসরাইলি মালিকানাধীন বা ইসরাইলি কোনো কোম্পানির ব্যবহৃত অথবা ইসরাইলি পতাকাবাহী যেকোনো জাহাজে হামলা চালানো হবে। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের চলমান গণহত্যার প্রতিবাদে তারা এ কাজ করবেন বলে সারিয়ি হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি ইসরাইলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলো থেকে নিজেদের ক্রুদের প্রত্যাহার করে নেয়ার জন্য বিশ্বের সকল দেশের প্রতি আহ্বান জানান। তবে জেনারেল সারিয়ি হামলা চালানোর হুমকি দিলেও রোববার তারা ইসরাইলি জাহাজটিতে হামলা না চালিয়ে আটক করেছেন।
‘ইসরাইলি জাহাজে হামলা চালানো বৈধ’
গতকাল (রোববার) ইসরাইলি জাহাজ আটক করার পর জেনারেল সারিয়ি এক ভিডিও বার্তায় বলেন, নির্যাতিত ফিলিস্তিনি জাতির ওপর ভয়াবহ ইসরাইলি অপরাধযজ্ঞের বিপরীতে ধর্মীয়, নৈতিক ও মানবিক দায়িত্ববোধ থেকে তারা ইসরাইলি জাহাজ আটক করেছেন। তিনি বলেন, আটক ক্রুদের সঙ্গে ইসলামি শিক্ষা অনুযায়ী সদয় আচরণ করা হচ্ছে।
ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র বলেন, ইসরাইলি শত্রুর যেকোনো জাহাজকে হামলার বৈধ টার্গেট বানাবেন তারা। তিনি লোহিত সাগরে ইসরাইলি কোনো জাহাজে আরোহণ না করার জন্য বিশ্বের সকল দেশের জাহাজ ক্রুদের প্রতি আহ্বান জানিয়েছেন। #
পার্সটুডে/এমএমআই/জিএআর/ ২০