নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে বাড়ির সামনে বিক্ষোভ; আটক ৬
https://parstoday.ir/bn/news/west_asia-i131576-নেতানিয়াহুর_পদত্যাগ_দাবিতে_বাড়ির_সামনে_বিক্ষোভ_আটক_৬
গাজা উপত্যকায় আবার যুদ্ধবিরতি কার্যকর করার জন্য ইহুদিবাদী ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদের একটি টিম কাতার সফরে গেছে। কাতারের মধ্যস্থতাকারী কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য তারা আজ (শনিবার) কাতারের রাজধানী দোহায় পৌঁছায়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ০২, ২০২৩ ১৯:১২ Asia/Dhaka
  •  নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে বাড়ির সামনে বিক্ষোভ; আটক ৬

গাজা উপত্যকায় আবার যুদ্ধবিরতি কার্যকর করার জন্য ইহুদিবাদী ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদের একটি টিম কাতার সফরে গেছে। কাতারের মধ্যস্থতাকারী কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য তারা আজ (শনিবার) কাতারের রাজধানী দোহায় পৌঁছায়।

যুদ্ধবিরতির বিষয়ে প্রধানত কাতার মধ্যস্থতা করে আসছে। শুক্রবার যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার আগেও দেশটি আপ্রাণ চেষ্টা করেছে এর মেয়াদ বাড়ানোর জন্য। কিন্তু ইসরাইলের অনেকটা একগুয়েমির কারণে তা সম্ভব হয়নি। জানা গেছে- নতুন করে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর জন্য ইসরাইল তাদের বেসামরিক নাগরিকদের পরিবর্তে বন্দী নারী সেনাদের মুক্তি দাবি করেছিল। কিন্তু হামাস এখনই সেনা সদস্যদের মুক্তি দিতে রাজি হয়নি।

এদিকে, গাজায় চলমান যুদ্ধের অবসান এবং যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে উপকূলীয় শহর সিজারিয়ায় নেতানিয়াহুর বাড়ির সামনে বিক্ষোভ করার সময় পুলিশ অন্তত ছয়জন আটক করেছে। বিক্ষোভকারীরা বলেছেন, হামাসের ৭ অক্টোবরের অভিযান মোকাবেলা করতে নেতানিয়াহু ব্যর্থ হয়েছেন। আল-জাজিরা বলছে, আজ দিন শেষে বা রাতের দিকে সিজারিয়া শহরে আরো বড় বিক্ষোভ সমাবেশ হবে।#

পার্সটুডে/এসআইবি/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।