ইসরাইলি হামলায় হামাসের রাজনৈতিক শাখার উপ-প্রধান সালেহ আল আরুরি শহীদ
দখলদার ইসরাইলের ড্রোন হামলায় হামাসের রাজনৈতিক শাখার উপ-প্রধান সালেহ আল আরুরিসহ ছয় জন শাহাদাৎবরণ করেছেন।
লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণে দাহিয়া এলাকার একটি ভবনে ড্রোন থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের আঘাতে তারা শহীদ হয়েছেন। ড্রোন থেকে তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। হামলায় আশেপাশের কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েক জন আহত হয়েছেন।
হামাস আনুষ্ঠানিকভাবে এক বিবৃতিতে সালেহ আল আরুরি'র শাহাদাতের খবর নিশ্চিত করেছে। সংগঠনটির প্রভাবশালী সদস্য ইজ্জাত আর রিশ্ক বলেছেন, এই হত্যাকাণ্ডের মধ্যদিয়ে ইসরাইলের পরাজয়ের বিষয়টি আবারও স্পষ্ট হয়েছে। আরুরি-কে কাপুরুষোচিতভাবে হত্যা করা হয়েছে। ফিলিস্তিন ও ফিলিস্তিনের বাইরে এ ধরণের হত্যাকাণ্ড চালিয়ে ফিলিস্তিনিদেরকে তাদের লক্ষ্য থেকে বিচ্যুত করা যাবে না বলে তিনি মন্তব্য করেছেন।
আরুরি ছিলেন একজন মুক্তিপ্রাপ্ত বন্দী যিনি ইহুদিবাদী ইসরাইলের কারাগারে ১৮ বছর কাটিয়েছেন। তিনি ২০১১ সালে ইসরাইলি সেনা গিলাত শালিতের মুক্তির বিনিময়ে বহু ফিলিস্তিনি বন্দীকে মুক্ত করার ঘটনায় গুরুত্ব ভূমিকা পালন করেন।
ফিলিস্তিনের রামাল্লাহর কাছাকাছি আরুরা গ্রামে ১৯৬৬ সালে তাঁর জন্ম। ইসলামি শরিয়া বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জন করেন আরুরি।১৯৮৭ সালে তিনি হামাসে যোগ দেন।#
পার্সটুডে/এসএ/২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।