সিরিয়ার পূর্বাঞ্চলের মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা, কয়েক সেনা আহত
https://parstoday.ir/bn/news/west_asia-i132978-সিরিয়ার_পূর্বাঞ্চলের_মার্কিন_ঘাঁটিতে_ড্রোন_হামলা_কয়েক_সেনা_আহত
সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আজ-জাওয়ার প্রদেশে দখলদার মার্কিন সেনাদের একটি ঘাঁটিতে ড্রোন হামলা হয়েছে এবং এতে আহত হয়েছে কয়েকজন মার্কিন সেনা।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
জানুয়ারি ০৫, ২০২৪ ১৭:৪৫ Asia/Dhaka
  • সিরিয়ায় মার্কিন সেনা
    সিরিয়ায় মার্কিন সেনা

সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আজ-জাওয়ার প্রদেশে দখলদার মার্কিন সেনাদের একটি ঘাঁটিতে ড্রোন হামলা হয়েছে এবং এতে আহত হয়েছে কয়েকজন মার্কিন সেনা।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকটি সূত্র রাশিয়ার স্পুৎনিক বার্তা সংস্থার আরবি বিভাগকে জানিয়েছে, বৃহস্পতিবার রাতে দেইর আজ -জাওয়ার প্রদেশের আল-ওমর তেলক্ষেত্রের কাছে মার্কিন ঘাঁটিতে এই হামলা হয়। হামলায় সেখানে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।

সূত্রগুলো স্পুৎনিককে বলেছে, ড্রোন হামলার পর ওই ঘাঁটি থেকে হেলিকপ্টার উড়তে দেখা যায়। আহত সেনাদেরকে দ্রুত হাসপাতালে ভর্তি করার জন্য হেলিকপ্টারটি আকাশে ওড়ে। 

ইরাকের ইসলামী প্রতিরোধ আন্দোলন হাশদ আশ-শাবি এ ড্রোন হামলার দায়িত্ব স্বীকার করেছে। টেলিগ্রাম চ্যানেলে দেয়া এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসনের প্রতি আমেরিকা অকুণ্ঠ সমর্থন দেয়ার কারণে এই হামলা চালানো হয়।#

পার্সটুডে/এসআইবি/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।