ইরাকে মার্কিন সেনা উপস্থিতির স্থায়ীভাবে অবসান ঘটানো হবে
(last modified Sat, 06 Jan 2024 07:17:51 GMT )
জানুয়ারি ০৬, ২০২৪ ১৩:১৭ Asia/Dhaka
  • ইরাকের প্রধানমন্ত্রীর শিয়া আল-সুদানি
    ইরাকের প্রধানমন্ত্রীর শিয়া আল-সুদানি

ইরাকের প্রধানমন্ত্রীর শিয়া আল-সুদানি জানিয়েছেন, তার দেশ থেকে মার্কিন সেনাদের স্থায়ীভাবে বহিষ্কার করার জন্য একটি কমিটি গঠন করা হচ্ছে। কমিটি গঠন করার পর মার্কিন সেনাদের দেশে ফেরত পাঠানোর বিষয়ে চূড়ান্ত ব্যবস্থা নেয়া হবে।

গতকাল (শুক্রবার) এক বিবৃতির মাধ্যমে ইরাকি প্রধানমন্ত্রী এই ঘোষণা দেন। বৃহস্পতিবার মার্কিন বাহিনী ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশদ আশ-শাবির সদর দপ্তরে ড্রোন হামলা চালায়। এতে হাশদ আশ শাবির অন্যতম শরীক দল আন-নুজাইবার শীর্ষ পর্যায়ের এক কমান্ডারসহ ৩ জন শহীদ হন। এরপরই ইরাকি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মার্কিন সেনা বহিষ্কারের বিষয়ে ঘোষণা এলো।

বিবৃতিতে তিনি বলেন, দ্বিপক্ষীয় কমিটি গঠনের মধ্য দিয়ে ইরাক সরকার মার্কিন সেনাদের স্থায়ীভাবে পাঠিয়ে দেয়ার বিষয়ে তারিখ ঘোষণা করতে যাচ্ছে। 

ইরাকি প্রধানমন্ত্রী সুস্পষ্ট করে বলেছেন, ইরাকে মার্কিন সেনা অবস্থানের সময়সীমা অনেক আগেই শেষ হয়ে গেছে। এখন আর তারা কোনভাবেই এখানে সেনা উপস্থিতির বিষয়টি ন্যায্য বলে দাবি করতে পারে না।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/৬