গাজায় ইসরাইলি বাহিনী চড়া মূল্য দিচ্ছে, আরো ২ সেনা নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i135042-গাজায়_ইসরাইলি_বাহিনী_চড়া_মূল্য_দিচ্ছে_আরো_২_সেনা_নিহত
ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্ট স্বীকার করেছেন যে, গাজা উপত্যকায় সামরিক আগ্রাসন চালাতে গিয়ে তাদের সেনারা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে এবং তাদেরকে চড়ামূল্য দিতে হচ্ছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ২৯, ২০২৪ ১৮:৫৪ Asia/Dhaka
  • গাজায় ইসরাইলি বাহিনী চড়া মূল্য দিচ্ছে, আরো ২ সেনা নিহত

ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্ট স্বীকার করেছেন যে, গাজা উপত্যকায় সামরিক আগ্রাসন চালাতে গিয়ে তাদের সেনারা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে এবং তাদেরকে চড়ামূল্য দিতে হচ্ছে।

ইসরাইল যখন সামরিক বাহিনীতে জনবলের ঘাটতির মধ্যে উগ্র-অর্থোডক্স ইহুদিদের নিয়োগের বিষয়ে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে তখন তিনি এই তথ্য জানালেন। গতকাল (বুধবার) গ্যালান্ট টেলিভিশনে গাজায় নিজেদের সেনাদের ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু তথ্য তুলে ধরেন।  

গত পাঁচ মাস ধরে ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকায় প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে সামরিক আগ্রাসন চালাচ্ছে কিন্তু তারা আজ পর্যন্ত সেখানে বড় কোনো সফলতা পায়নি। এ প্রসঙ্গে ইয়োভ গ্যালান্ট বলেন, আমরা আমাদের সেনাবাহিনীর তরফ থেকে উচ্চ মূল্য দিচ্ছি, গাজায় সেনা সদস্যদের হতাহতের সংখ্যা অনেক বেশি।

এদিকে, গতকাল ইসরাইলের সন্ত্রাসী বাহিনী তাদের আরো দুই সেনার মৃত্যুর কথা স্বীকার করেছে। ইসরাইলের স্বীকারোক্তি মতে- গাজায় স্থল অভিযান চালাতে গিয়ে ২৪২ দখলদার সেনা নিহত হয়েছে। গতকাল যে দুই সেনা নিহত হয়েছে তার মধ্যে একজন মেজর পদমর্যাদার এবং আরেকজন ক্যাপ্টেন।

যে মেজর মারা গেছে সে কিছুদিন আগে ইসরাইলের বিমানবাহিনীর এলিট শালদাগ ইউনিটে কর্মরত ছিল। তাকে সম্প্রতি পদাতিক বাহিনীর জিভাতি কোম্পানির কমান্ডার হিসেবে নিয়োগ দেয়া হয়। ওই কোম্পানির সাবেক কমান্ডার মারাত্মকভাবে আহত হলে তার স্থলে এই মেজরকে আনা হয়েছিল।#

পার্সটুডে/এসআইবি/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।