লেবাননে ইসরাইলি হামলা পার্কে হেঁটে যাওয়ার মতো সহজ হবে না
https://parstoday.ir/bn/news/west_asia-i135120-লেবাননে_ইসরাইলি_হামলা_পার্কে_হেঁটে_যাওয়ার_মতো_সহজ_হবে_না
লেবাননে পূর্ণ মাত্রার হামলা চালানোর ব্যাপারে ইহুদিবাদী ইসরাইলকে সতর্ক করে দিয়েছে বৈরুত। লেবানন বলেছে, সেরকম কিছু হলে গোটা অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়বে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ০৩, ২০২৪ ০৯:৫৭ Asia/Dhaka
  • লেবাননে ইসরাইলি হামলা পার্কে হেঁটে যাওয়ার মতো সহজ হবে না

লেবাননে পূর্ণ মাত্রার হামলা চালানোর ব্যাপারে ইহুদিবাদী ইসরাইলকে সতর্ক করে দিয়েছে বৈরুত। লেবানন বলেছে, সেরকম কিছু হলে গোটা অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়বে।

লেবাননের কেয়ারটেকার সরকারের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বু হাবিব কাতারের আল-জাযিরা নিউজ চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, “আমাদের ভূখণ্ডে ইসরাইলের যেকোনো হামলা পার্কে হেঁটে যাওয়ার মতো সহজ হবে না বরং তা আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে।”

‘লেবানন ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত’ বলে জানান বু হাবিব। তিনি বলেন, বিষয়টি নিয়ে কেয়ারটেকার সরকার [ইসলামি প্রতিরোধ আন্দোলন] হিজবুল্লাহ’সহ লেবাননের অন্যান্য গুরুত্বপূর্ণ পক্ষের সঙ্গে শলা-পরামর্শ করে যাচ্ছে।  লেবাননকে বিভিন্ন জাতিসত্ত্বার দেশ হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বু হাবিব বলেন, আমাদেরকে সকল পক্ষের সঙ্গে কথা বলে নিতে হচ্ছে।

লেবাননের এই শীর্ষ কূটনীতিক বলেন, “বিদেশি কূটনীতিকরা আমাদের কাছে ইসরাইলি হুমকির বিষয়টি তুলে ধরেছেন এবং আমরা তাদের জানিয়েছি, ইসরাইলিদেরকে আমাদের ভূখণ্ড থেকে চলে যেতে হবে।”

ইসরাইলি হামলায় ৫ হিজবুল্লাহ যোদ্ধা নিহত

এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত শহর নাকুরায় ইসরাইলি ড্রোন থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের আঘাতে হিজুবল্লাহর পাঁচ যোদ্ধা নিহত হয়েছেন। লেবানন সীমান্ত থেকে ইসরাইলের সাত কিলোমিটার অভ্যন্তরে অবস্থিত ইহুদিবাদী সেনাদের একটি কমান্ড ঘাঁটিতে হিজবুল্লাহ ড্রোন হামলা চালানোর পর ইসরাইলি সেনারা ওই হামলা চালায়।

গত ৭ অক্টোবর থেকে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি হামলায় অন্তত ২৮০ জন নিহত হয়েছেন যাদের মধ্যে ৪৪ জন বেসামরিক নাগরিক ও বাকিরা হিজবুল্লাহ যোদ্ধা। অন্যদিকে একই সময়ে হিজবুল্লাহর হামলায় ইসরাইলের ১০ সেনা ও ছয় বসতি স্থাপনকারীর নিহত হওয়ার খবর স্বীকার করেছে তেল আবিব।#

পার্সটুডে/এমএমআই/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।