গার্ডিয়ান, অ্যাসোসিয়েটেড প্রেস ও ওয়াশিংটন পোস্ট: ফিলিস্তিনি শিশুরা শিশু নয়!
https://parstoday.ir/bn/news/west_asia-i135862-গার্ডিয়ান_অ্যাসোসিয়েটেড_প্রেস_ও_ওয়াশিংটন_পোস্ট_ফিলিস্তিনি_শিশুরা_শিশু_নয়!
টাম্বলার সোশ্যাল নেটওয়ার্কের একজন ব্যবহারকারী ফিলিস্তিনি শিশুদের অমানুষ হিসেবে বর্ণনা করার ক্ষেত্রে কিছু পশ্চিমা গণমাধ্যমের নোংরা ভূমিকার বিষয়ে একটি পোস্ট প্রকাশ করেছেন।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
মার্চ ২২, ২০২৪ ১৪:৪৫ Asia/Dhaka
  • গার্ডিয়ান, অ্যাসোসিয়েটেড প্রেস ও ওয়াশিংটন পোস্ট: ফিলিস্তিনি শিশুরা শিশু নয়!
    গার্ডিয়ান, অ্যাসোসিয়েটেড প্রেস ও ওয়াশিংটন পোস্ট: ফিলিস্তিনি শিশুরা শিশু নয়!

টাম্বলার সোশ্যাল নেটওয়ার্কের একজন ব্যবহারকারী ফিলিস্তিনি শিশুদের অমানুষ হিসেবে বর্ণনা করার ক্ষেত্রে কিছু পশ্চিমা গণমাধ্যমের নোংরা ভূমিকার বিষয়ে একটি পোস্ট প্রকাশ করেছেন।

এই ব্যবহারকারী লিখেছেন:

এই গণমাধ্যমগুলি বিভিন্ন শব্দ ও পরিভাষা ব্যবহার করে ফিলিস্তিনিদের অমানুষ হিসেবে বর্ণনা করছে এবং এর ফলে তারা গাজাবাসীর ওপর ইসরাইলি বাহিনীর অপরাধযজ্ঞের অংশীদার হিসেবে পরিচিতি পেয়েছে।  এই গণমাধ্যমগুলো যদি শিশুদেরকে শিশু বলতে না পারে, তাহলে এই শিশুদেরকে আসলে তারা কী ভাবে?

এই গণমাধ্যমগুলো যদি শিশুদেরকে শিশু বলতে না পারে, তাহলে এই শিশুদেরকে আসলে তারা কী ভাবে?

এই ব্যবহারকারীর পক্ষ থেকে টাম্বলারে প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, অ্যাসোসিয়েটেড প্রেস, গার্ডিয়ান এবং ওয়াশিংটন পোস্টের মতো বিখ্যাত সব গণমাধ্যম শিশুদের ‘শিশু’ বলার পরিবর্তে ‘১৮ বছরের কম বয়সী’ নামে ডাকে এবং তাদের নিহত হওয়ার খবরে ‘নিহত হয়েছে’ না লিখে তারা ‘মারা গেছে’ বলে উল্লেখ করে।

গাজার গণহত্যার শিকার শিশুদের জন্য ‘১৮ বছরের কম বয়সী’ পরিভাষার ব্যবহার

 

গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহতদের বেশিরভাগ নারী ও শিশু

গাজা উপত্যকার ওপর অবৈধ ইহুদিবাদী ইসরাইলের ভয়াবহ গণহত্যা অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত হাজার হাজার নিরীহ ফিলিস্তিনি শহীদ, আহত এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এর মধ্যে পশ্চিমা কিছু গণমাধ্যম তাদের রিপোর্টিংয়ের মাধ্যমে ইহুদিবাদী সরকারকে তার মানবতাবিরোধী অপরাধ চালিয়ে যাওয়ার পথ প্রশস্ত করে দিয়েছে।#

পার্সটুডে/এমএমআই/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।