'প্রতিরোধ যোদ্ধারা ইসরাইলের বিরুদ্ধে চলমান যুদ্ধে মহান বিজয় অর্জন করবে'
https://parstoday.ir/bn/news/west_asia-i136372-'প্রতিরোধ_যোদ্ধারা_ইসরাইলের_বিরুদ্ধে_চলমান_যুদ্ধে_মহান_বিজয়_অর্জন_করবে'
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, প্রতিরোধের অক্ষ ইহুদিবাদী ইসরাইলের শাসক গোষ্ঠীর বিরুদ্ধে চলমান যুদ্ধে একটি "মহান বিজয়" অর্জন করবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ০৬, ২০২৪ ১০:৫৮ Asia/Dhaka
  • লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ
    লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, প্রতিরোধের অক্ষ ইহুদিবাদী ইসরাইলের শাসক গোষ্ঠীর বিরুদ্ধে চলমান যুদ্ধে একটি "মহান বিজয়" অর্জন করবে।

আন্তর্জাতিক কুদস দিবস উপলক্ষে শুক্রবার রাজধানী বৈরুতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে সাইয়েদ হাসান নাসরাল্লাহ এ মন্তব্য করেন। ইহুদিবাদীদের কবল থেকে মুসলমানদের প্রথম ক্বেবলাসমৃদ্ধ নগরী বায়তুল মুকাদ্দাসকে মুক্ত করার প্রত্যয় নিয়ে ইসলামি প্রজাতন্ত্র ইরানের স্থপতি ইমাম খোমেনী (রহ.) ১৯৭৯ সালে প্রথম এ দিবস পালন করার কথা ঘোষণা করেন যাতে বিশ্বের স্বাধীনচেতা মানুষেরা বর্ণবাদী ইসরাইলের বিরুদ্ধে তাদের ঘৃণা প্রকাশ করে।

হাসান নাসরুল্লাহ বলেন,  "প্রতিরোধ এবং গাজা বিজয়ী না হওয়া পর্যন্ত আমরা যুদ্ধ চালিয়ে যাব।" তিনি আরো বলেন, "আমরা এমন একটি ঘটনার সম্মুখীন হচ্ছি যা ইসরাইলের অস্তিত্বকে চরম বিপদে ফেলেছে এবং এটি ভেঙে পড়ার দিকে এগিয়ে যাচ্ছে।

লেবানন, ইরাক এবং ইয়েমেনসহ এই অঞ্চল জুড়ে প্রতিরোধ আন্দোলনগুলো গত ৭ অক্টোবর থেকে ইসরাইলি সরকার এবং তার সমর্থকদের লক্ষ্যবস্তুর ওপর সাহসী আক্রমণ চালিয়ে আসছে যখন তেল আবিবের শাসক গোষ্ঠী গাজা উপত্যকার বিরুদ্ধে গণহত্যামূলক যুদ্ধ শুরু করেছিল।

হিজবুল্লাহ নেতা বলেন "গুরুত্বপূর্ণ বিষয় হল যে আমরা গাজা, অধিকৃত পশ্চিম তীর, লেবানন, ইয়েমেন এবং ইরাকে দৃঢ় এবং অবিচল রয়েছি এবং এটি এমন একটি যুদ্ধ যেখানে আমরা বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছি।"

নাসরাল্লাহ আল-আকসা তুফান অভিযানকে স্বাগত জানিয়েছেন। গাজার প্রতিরোধ আন্দোলনের এটি একটি প্রতিশোধমূলক অভিযান যার পরে ইসরাইল যুদ্ধ শুরু করেছিল। তিনি বলেন, "কোন সন্দেহ নেই যে আল-আকসা তুফান অভিযান আমাদের অঞ্চলে একটি ঐতিহাসিক টার্নিং পয়েন্ট এবং এর পরে যা ঘটবে তা শত্রুদের জন্য আগের মতো হবে না।#

পার্সটুডে/এমবিএ/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।