মাত্র কয়েক ঘণ্টায় ১৪ ইসরাইলি সেনাকে খতম করল হামাস
https://parstoday.ir/bn/news/west_asia-i136406-মাত্র_কয়েক_ঘণ্টায়_১৪_ইসরাইলি_সেনাকে_খতম_করল_হামাস
অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরে মাত্র কয়েক ঘণ্টার সংঘর্ষে অন্তত ১৪ জন ইসরাইলি সেনাকে হত্যা করেছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ০৭, ২০২৪ ০৯:৫৪ Asia/Dhaka
  • হামাসের কয়েক জন সদস্য (ফাইল ফটো)
    হামাসের কয়েক জন সদস্য (ফাইল ফটো)

অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরে মাত্র কয়েক ঘণ্টার সংঘর্ষে অন্তত ১৪ জন ইসরাইলি সেনাকে হত্যা করেছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।

ফিলিস্তিনি বার্তা সংস্থা আরএনএন জানিয়েছে, গতকাল (শনিবার) হামাসের সামরিক বাহিনী ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেডের কয়েকটি অতর্কিত হামলায় এসব দখলদার সেনা নিহত হয়।

এর মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলাটি চালানো হয় খান ইউনিস শহরের আল-জানা এলাকায়। সেখানে খুব কাছে থেকে ইহুদিবাদী সেনাদের টার্গেট করে হামলা চালান কাসসাম যোদ্ধারা। এ হামলায় নয়জন ইসরাইলি সেনা প্রাণ ত্যাগ করে।

ফিলিস্তিনি যোদ্ধারা প্রথমে ইসরাইলের তিনটি মেরকাভা ট্যাংকে হামলা চালান। এরপর ওইসব ট্যাংকের আরোহী আহত সেনাদের উদ্ধার করতে আসা দখলদার সেনাদের ওপর অতর্কিত আক্রমণ চালিয়ে তাদের নয়জনকে খতম করা হয়।

আরএনএন জানিয়েছে, কয়েক ঘণ্টা পর একই ধরনের আরেকটি হামলা চালানো হয়। এ সময় ইসরাইলি সেনারা পালিয়ে পাশের একটি ভবনে আশ্রয় নেয় এবং সেখানেও তাদের ওপর হামলা চালানো হয়। দ্বিতীয় এই হামলায় পাঁচ ইহুদিবাদী সেনা নিহত হয়েছে।

দু’টি হামলায় আরো বহু ইসরাইলি সেনা আহত হয়েছে। তিনটি হেলিকপ্টারে করে হতাহত ইসরাইলি সেনাদের উদ্ধার করে নিয়ে যায় দখলদার বাহিনী।

ইহুদিবাদী ইসরাইল এখন পর্যন্ত তার সেনাদের নিহত হওয়ার খবর স্বীকার করেনি তবে ইসাইলি সেনা মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি শনিবার রাতে বলেছেন, গাজার খান ইউনিসে হামাসের সঙ্গে তাদের প্রচণ্ড সংঘর্ষ হয়েছে।

বার্তা সংস্থা আরএনএন তার টেলিগ্রাম চ্যানেলে আরো জানিয়েছে, ইসরাইলি সেনারা চার মাস আগে খান ইউনিস শহরে প্রবেশ করলেও এখন পর্যন্ত একজন পণবন্দিকেও উদ্ধার করতে পারেনি। তারা ফিলিস্তিনি যোদ্ধাদের সামনে অসহায় হয়ে পড়েছে এবং ফিলিস্তিনি যোদ্ধারা তাদের পরবর্তী হামলার প্রস্তুতি নিচ্ছেন। #

পার্সটুডে/এমএমআই/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।