রাফায় আগ্রাসন চালানো এবং খান ইউনুসে ফিরে আসার হুমকি দিল ইসরাইল
https://parstoday.ir/bn/news/west_asia-i136554-রাফায়_আগ্রাসন_চালানো_এবং_খান_ইউনুসে_ফিরে_আসার_হুমকি_দিল_ইসরাইল
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার জনবহুল রাফাহ শহরে স্থল আগ্রাসন চালানোর হুমকি দিয়েছে ইহুদিবাদী ইসরাইল। একই সাথে তারা গাজার খান ইউনুস শহরে ফিরে আসার কথাও বলেছে। এর আগে খান ইউনুস শহরে ইসরাইলের সন্ত্রাসী সেনারা ব্যাপক বর্বরতা চালিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ১২, ২০২৪ ১৫:৩৮ Asia/Dhaka
  • রাফায় আগ্রাসন চালানো এবং খান ইউনুসে ফিরে আসার হুমকি দিল ইসরাইল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার জনবহুল রাফাহ শহরে স্থল আগ্রাসন চালানোর হুমকি দিয়েছে ইহুদিবাদী ইসরাইল। একই সাথে তারা গাজার খান ইউনুস শহরে ফিরে আসার কথাও বলেছে। এর আগে খান ইউনুস শহরে ইসরাইলের সন্ত্রাসী সেনারা ব্যাপক বর্বরতা চালিয়েছে।

দখলদার ইসরাইলের যুদ্ধকালীন মন্ত্রিসভার যুদ্ধমন্ত্রী বেনি গান্তজ রাফাহ শহরে আগ্রাসন চালানোর এই হুমকি দিয়েছেন। তিনি বলেন, “আমরা রাফায় অভিযান চালাবো এবং খান ইউনুসে ফিরে আসবো। আমরা সমস্ত গাজায় হামলা চালাবো।”

ইসরাইল গত ২৭ অক্টোবর থেকে গাজায় স্থল আগ্রাসন চালাচ্ছে। ইহুদিবাদীদের বর্বরতার মুখে উত্তর ও মধ্য গাজার বেশিরভাগ ফিলিস্তিনি জনগণ মিশর সীমান্তবর্তী রাফাহ শহরে আশ্রয় নিয়েছেন। ছোট্ট এই শহরে বর্তমানে প্রায় ১৫ লাখ মানুষ অবস্থান করছেন।

প্রচণ্ড ঘনবসতিপূর্ণ এই শহরে ইসরাইল হামলা চালানোর হুমকি দিয়ে আসছে। এ নিয়ে আন্তর্জাতিক অঙ্গন থেকে ব্যাপকভাবে উদ্বেগ প্রকাশ করে আসছে। এ সত্বেও গতকাল (বৃহস্পতিবার) ইসরাইলের যুদ্ধকালীন মন্ত্রিসভার বৈঠকে বেশিরভাগ সদস্য রাফাহ শহরে আগ্রাসন চালানোর পক্ষে মত দিয়েছেন। কেউ কেউ বলেছেন, “এখনো আমরা দেরি করছি কেন বরং এতদিনে আমাদের সেনাদের রাফাহ শহরে থাকা উচিত ছিল।”#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ১২