ইরানের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা হারিয়েছে ইসরাইল
(last modified Wed, 17 Apr 2024 04:00:53 GMT )
এপ্রিল ১৭, ২০২৪ ১০:০০ Asia/Dhaka
  • ইরানের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা হারিয়েছে ইসরাইল

ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলন বলেছে, ইসলামী প্রজাতন্ত্র ইরান নজিরবিহীনভাবে ইহুদিবাদী ইসরাইলের ওপর যে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তার মাধ্যমে প্রমাণ হয়েছে- ইরানের বিরুদ্ধে ইসরাইল তার প্রতিরোধ ক্ষমতা হারিয়েছে। 

ইসলামী জিহাদ আন্দোলনের উপ প্রধান মোহাম্মদ আল-হিন্দি লেবাননের আল-মায়াদিন টেলিভিশন চ্যানেলকে একথা বলেছেন। তিনি বলেন, ইরানের মোকাবেলায় ইসরাইলের প্রতিরোধ ক্ষমতা শেষ হয়ে গেছে।  

আল-হিন্দি বলেন, ইসরাইলের বিরুদ্ধে ইরান যে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে তা দখলদার শক্তির জন্য প্রাথমিক সতর্কবার্তা। ইরানের কর্মকতারাও এ ধরনের কথা বলেছেন। তারা জানিয়েছেন, শনিবার দিবাগত রাতে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে যে শাস্তিমূলক হামলা চালানো হয়েছে তার মধ্যদিয়ে ইসরাইলকে এই সতর্কবার্তা দেয়া হয়েছে যে, আর কখনো ইরানের স্বার্থে আঘাত করলে তার জবাব হবে ভয়াবহ এবং চূড়ান্ত। 

ইসরাইলের ওপর ইরানি হামলা প্রসঙ্গে আল-হিন্দি বলেন, “ক্ষমতার ভারসাম্য পাল্টে যাচ্ছে। আমেরিকা নিজেই সমস্যা ও চ্যালেঞ্জের মুখে এবং মধ্যপ্রাচ্যে আধিপত্য প্রতিষ্ঠা করার মতো ক্ষমতা ইসরাইলের নেই। সেক্ষেত্রে নতুন ব্যবস্থা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে।” 

ইসলামী জিহাদ আন্দোলনের নেতা গাজায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসনের প্রতি সহযোগিতা করার জন্য পশ্চিমা দেশগুলোর কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, বর্তমান বাস্তবতার পরিপ্রেক্ষিতে ভূ-রাজনৈতিক পরিস্থিতির পুনর্মূল্যায়ন করা দরকার।

গাজায় ইসরাইলি বন্দীদের ব্যাপারে আল-হিন্দি বলেন, “খুবই কম মূল্যে আমেরিকা ও ইসরাইলের কর্মকর্তারা তাদের বন্দীদের মুক্তি নিশ্চিত করতে চান কিন্তু বন্দীরা এখন আমাদের হাতের ট্রাম্প কার্ড। ইসরাইলকে যুদ্ধবিরতির ব্যাপারে সম্ভাব্য চুক্তিতে অবশ্যই বড় রকমের মূল্য দিতে হবে। ইসরাইল গাজার স্থলযুদ্ধে কৌশলগত ব্যর্থতার মুখে পড়েছে বলেও তিনি উল্লেখ করেন।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/১৭