ইসরাইল নাৎসিদের চেয়েও খারাপ; ইউরোপের ভবিষ্যৎ নির্ভর করছে ফিলিস্তিনের উপর
https://parstoday.ir/bn/news/west_asia-i138108-ইসরাইল_নাৎসিদের_চেয়েও_খারাপ_ইউরোপের_ভবিষ্যৎ_নির্ভর_করছে_ফিলিস্তিনের_উপর
ইহুদিবাদী ইসরাইলের ওয়েবসাইট "YNet" জানিয়েছে যে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু ফাইজার ভ্যাকসিন সম্পর্কিত একটি নতুন কেলেঙ্কারির সম্মুখীন হয়েছেন।
(last modified 2025-08-09T09:30:59+00:00 )
মে ২৯, ২০২৪ ১৭:২৬ Asia/Dhaka
  • ইসরাইল নাৎসিদের চেয়েও খারাপ; ইউরোপের ভবিষ্যৎ নির্ভর করছে  ফিলিস্তিনের উপর
    ইসরাইল নাৎসিদের চেয়েও খারাপ; ইউরোপের ভবিষ্যৎ নির্ভর করছে ফিলিস্তিনের উপর

ইহুদিবাদী ইসরাইলের ওয়েবসাইট "YNet" জানিয়েছে যে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু ফাইজার ভ্যাকসিন সম্পর্কিত একটি নতুন কেলেঙ্কারির সম্মুখীন হয়েছেন।

ইয়েমেনে মার্কিন ও ব্রিটিশ হামলা, ইসরাইলে ফাইজার ভ্যাকসিন নিয়ে কেলেঙ্কারী, জাতিসংঘের কালো তালিকায় স্থান পাওয়ার ব্যাপারে ইহুদিবাদীদের ভয়, মুসলিম দেশগুলোতে ইউরোপীয় ইউনিয়নের বিশ্বাসযোগ্যতা নষ্ট হওয়ার বিষয়ে ফরাসি প্রকাশনার সতর্কবার্তা এবং গাজায় ইসরাইলের অব্যাহত হামলা এখন পশ্চিম এশিয়ার সবচেয়ে আলোচিত খবর।

ইয়েমেনে ফের আমেরিকা ও ব্রিটেনের হামলা

ইরানের বার্তাসংস্থা ইরনা জানিয়েছে, ইসরাইলের সমর্থনে আমেরিকা ও ব্রিটিশ সেনারা মঙ্গলবার রাতে আবারও ইয়েমেনে বড়সড় বোমা হামলা চালিয়েছে। ইয়েমেনি সূত্রে জানা গেছে, পশ্চিম ইয়েমেনের হুদাইদা প্রদেশের পশ্চিমে অবস্থিত ‘আল-জাব্বানা’ অঞ্চলে ওই হামলা চালানো হয়েছে।

গাজায় ইসরাইলের হামলা শুরু হওয়ার পর থেকে ইয়েমেনের হুথি সমর্থিত সরকার ইসরাইলের সমর্থকদের বিরুদ্ধে নৌ-নিষেধাজ্ঞা আরোপ করেছে।

ফাইজার ভ্যাকসিন নিয়ে নেতানিয়াহুর নতুন কেলেঙ্কারি; এর কাহিনী কি?

ইসরাইলের ওয়েবসাইট "YNet" জানিয়েছে, ইসরাইলের বিভিন্ন সংস্থার তদন্তে দেখা গেছে যে, প্রধানমন্ত্রী নেতানিয়াহু মন্ত্রিসভার অনুমতি না নিয়েই ইসরাইলে করোনার ভ্যাকসিন বিতরণের একচেটিয়া অধিকার আমেরিকার কোম্পানি ফাইজারকে দিয়েছিলেন।

তেলআবিব জাতিসংঘের কালো তালিকাভুক্ত হওয়ার আতঙ্কে আছে

ইরানের মেহের বার্তাসংস্থা জানিয়েছে, জাতিসংঘ ইসরাইলকে কালো তালিকাভুক্ত করতে পারে এমন আশঙ্কা তৈরি হওয়ার পর ইসরাইলের সূত্রগুলো জানিয়েছে, জাতিসংঘের এই পদক্ষেপ ঠেকানোর জন্য ইসরাইল সরকার  ফিলিস্তিনি শিশু হত্যার মাত্রা বাড়িয়ে দিয়েছে। গাজায় ফিলিস্তিনি সরকারের মিডিয়া দফতর জানিয়েছে, গত সাত অক্টোবর ইসরাইলি হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত ১৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি শিশু শহীদ হয়েছে।

ফরাসি প্রকাশনা: ইউরোপের ভবিষ্যত নির্ভর করছে ফিলিস্তিনের ওপর

ফরাসি প্রকাশনা "নউভেল ওবস" এক প্রতিবেদনে বলেছে যে ইউরোপীয় ইউনিয়ন যদি তাদের দুর্বলতা এবং বিভাজন কাটিয়ে উঠতে না পারে এবং গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা ও পশ্চিম তীরে ইসরাইলি সহিংসতা ও আগ্রাসনের অবসান ঘটাতে না পারে, তবে মুসলিম দেশগুলোসহ বিশ্বের দক্ষিণের দেশগুলোর কাছে ইউরোপের বিশ্বাসযোগ্যতা নষ্ট হবে।

ফিলিস্তিনের ওপর ইউরোপের ভবিষ্যত নির্ধারিত হবে উল্লেখ করে "নভেল ওবস" লিখেছে, "আশেপাশের যুদ্ধরত দেশগুলোর মাধ্যমে ইউরোপ আরো দুর্বল, কোণঠাসা হয়ে পড়তে পারে।

গাজায় ইসরাইলি হামলা অব্যাহত

গাজায় ফিলিস্তিন সরকারের তথ্য অফিস জানিয়েছে, দখলদার ইসরাইলি সেনার গত ৪৮ ঘণ্টায় রাফাহ শহরের পশ্চিমাঞ্চলে শরণার্থীদের তাঁবুতে বোমা হামলা চালিয়ে ৭২ ফিলিস্তিনি শরণার্থীকে হত্যা করেছে, অথচ এই এলাকাকে ইসরাইল নিরাপরাধ বলে দাবি করেছে।

সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ: ইসরাইল নাৎসিদের চেয়েও খারাপ

লেবাননের হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ মঙ্গলবার রাতে গাজায় ইসরাইলি হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে বলেছেন, এটা ইসরাইলের কাপুরুষতার পরিচায়ক। তিনি আরো বলেন,

আমরা এমন এক শত্রুর মুখোমুখি হয়েছি যে কিনা কোনো ধরণের মানবিয় মূল্যবোধ বা নীতি নৈতিকতায় বিশ্বাস করে না এবং নাৎসিদের চেয়েও খারাপ।

পার্সটুডে/রেজওয়ান হোসেন/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।