ইসরাইলগামী জাহাজে হামলা করে নতুন সামুদ্রিক ড্রোন উন্মোচন করল ইয়েমেন
ইয়েমেনের সশস্ত্র বাহিনী 'তুফান আল-মোদাম্মের' (ধ্বংসের বন্যা) নামে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি একটি সামুদ্রিক ড্রোন উন্মোচন করেছে। লোহিত সাগরে ইসরাইলসংশ্লিষ্ট একটি জাহাজে হামলার মাধ্যমে ওই ড্রোনটি উন্মোচন করা হয়।
গত ২৩ জুন লোহিত সাগরে ইসরাইলগামী 'ট্রান্সওয়ার্ল্ড নেভিগেটর' জাহাজে অভিযান চালায় এই সামুদ্রিক ড্রোনটি। গতকাল ওই অভিযানের একটি ভিডিও প্রকাশ করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী।
ইয়েমেনের সশস্ত্র বাহিনীর বরাত দিয়ে পার্স টুডে জানিয়েছে, ১,০০০ থেকে ১,৫০০ কেজি ওয়ারহেড বহনে সক্ষম 'তুফান আল-মোদাম্মের' নামের মনুষ্যবিহীন যানটি রিমোট কন্ট্রোলের সাহায্যে পরিচালনা করা যায়। ঘণ্টায় ৪৫ নটিক্যাল মাইল গতিসম্পন্ন সামুদ্রিক যানটি বড় ধরনের একটি জাহাজকে নিমিষেই ধ্বংস করতে সক্ষম।
প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, স্পিডবোটের মতো দেখতে ‘তুফান আল-মোদাম্মের যানটি একটি জাহাজে স্পর্শ করা মাত্রই তাতে আগুন ধরে যায়।
ইয়েমেনের সশস্ত্র বাহিনী নিজ দেশের বিশেষজ্ঞ ও বিজ্ঞানীদের প্রচেষ্টায় সামরিক ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে এবং ২০ দিনের মধ্যে 'ফিলিস্তিন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র', 'হাতেম-২ সুপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র'সহ তিন ধরণের উন্নত মানের অস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এর সর্বশেষ সংযোজন হলো 'তুফান আল মোদাম্মের' সামুদ্রিক ড্রোন।
গাজায় ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদ ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতি সমর্থনের অংশ হিসেবে গত নভেম্বর থেকে লোহিত সাগর, বাব আল-মান্দাব প্রণালি, আরব সাগর এবং এডেন উপসাগরে ইসরাইলের মালিকানাধীন ও ইসরাইলগামী পশ্চিমাদের জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করে আসছে হুথি আনসারুল্লাহ সমর্থিত সামরিক বাহিনী।
ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দখলদার ইসরাইল যতদিন গাজাবাসী নিরীহ ফিলিস্তিনি জনগণের ওপর গণহত্যা চালিয়ে যাবে ততদিন লোহিত সাগর ও আরব সাগরে তাদের অভিযান বন্ধ হবে না। শত্রু বাহিনীর সামরিক জাহাজের পাশাপাশি ইসরাইল অভিমুখী বাণিজ্যিক জাহাজগুলিতে হামলা চালানো হবে বলে তিনি সতর্ক করে দিয়েছেন।#
পার্সটুডে/আশরাফুর রহমান/১