ইহুদিবাদীদের ঘুমের সময় তেল আবিবের বুকে ইয়েমেনিদের ক্ষেপণাস্ত্র হামলা
পার্সটুডে-ইয়েমেনি সশস্ত্র বাহিনী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে তেলআবিবের ওপর যেভাবে হামলা চালিয়েছে তা বিশ্লেষক এবং পর্যবেক্ষকদের দৃষ্টি আকর্ষণ করেছে। অভাবিতপূর্ব ওই হামলার কথা তাদের মুখেমুখে উচ্চারিত হচ্ছে ৷
গতকাল (রবিবার) সকালে ইসরাইল একটি নয়া পরিস্থিতির সম্মুখিন হয়েছে। ইয়েমেন থেকে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে তেলআবিবে। ইসরাইল এবং আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ওই ক্ষেপণাস্ত্রকে আটকাতে ব্যর্থ হয়েছে। পার্সটুডে আরও জানায়, ইসরাইলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমানবন্দর বেন গুরিয়ানের কাছে ওই ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় ইসরাইলিরা আতঙ্কিত হয়ে আশ্রয়কেন্দ্রে চলে যায়।
হিব্রু সূত্রগুলো স্বীকার করেছে যে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র বেশ কয়েকটি আরব দেশের আকাশসীমা পাড়ি দিয়ে তেল আবিবে আঘাত হেনেছে। ইহুদিবাদীদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ওই ক্ষেপণাস্ত্র মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে।
ইয়েমেন সরকারের তথ্যমন্ত্রী ও মুখপাত্র হাশেম শরফুদ্দিন এ প্রসঙ্গে বলেন: আমরা ইহুদিবাদী শাসকগোষ্ঠীর একেবারে বুক লক্ষ্য করে হামলা চালিয়ে বুঝিয়ে দিয়েছি যে এই সরকার এখন আর নিরাপদ নয়।
এদিকে তেল আবিবের ওপর ইয়েমেনের হামলার প্রতিক্রিয়ায় ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন: ওই হামলা যারা চালিয়েছে তাদেরকে চড়া মূল্য দিতে হবে।
ইয়েমেনি ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু যদিও ইসরাইলের আবাসিক এলাকা ছিল না, তবে ইসরাইলের হৃদয়কে টার্গেট করে যথাযথ বার্তা দেওয়া হয়েছে।
বিশ্লেষক এবং পর্যবেক্ষকদের মতে এই ক্ষেপণাস্ত্রটি অবাধে তেল আবিবে পৌঁছে যাওয়ার ঘটনা ইসরাইলের প্রতিরক্ষা ব্যবস্থার গুরুতর দুর্বলতা এবং কৌশলগত ব্যর্থতা হিসেবে বিবেচনা করার যোগ্য।#
পার্সটুডে/এনএম/১৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।