দখলদার ইসরাইলের পরিস্থিতির ওপর এক নজর
গাজা অবরোধ, একইসাথে ব্যাপক ধর্মঘট, নেতানিয়াহুর আসন চান আইজেনকোট
-
ইহুদিবাদী সেনাবাহিনীর গাজা অবরোধ
পার্সটুডে-ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকা সম্পূর্ণরূপে অবরোধ করতে এবং হামাস আন্দোলনের শক্তি ক্ষয় করতে চাইলেও, ইসরাইলিদের নীতির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ চলছে। ইতিমধ্যে, ইসরাইলের ভেতরে এবং বাইরে রাজনৈতিক ও সামরিক উত্তেজনা বেড়ে গেছে।
গাজার ওপর সর্বাত্মক অবরোধের পরিকল্পনা করে এবং আক্রমণাত্মক নীতি অব্যাহত রেখে, ইহুদিবাদী ইসরাইল বিশ্বব্যাপী ক্ষোভ এবং অভ্যন্তরীণ প্রতিবাদের জন্ম দিয়েছে। বেন-গুরিয়ন বিমানবন্দরে ধর্মঘট থেকে শুরু করে নেতানিয়াহুর বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ ও তীব্র সমালোচনা পর্যন্ত, দখলদার ইসরাইলে নয়া রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি তৈরি হয়েছে। একই সময়ে, ফিলিস্তিনকে ফ্রান্সের স্বীকৃতি দেওয়া, গোপন বৈঠক এবং যুদ্ধবিরতি আলোচনায় দ্বন্দ্ব পরিস্থিতিকে দ্বিগুণ জটিল করে তুলেছে। পার্সটুডে'র এই প্রতিবেদনে আমরা সর্বশেষ পরিস্থিতির দিকে নজর বুলানোর চেষ্টা করবো।
গাজা অবরোধ; হামাসকে চাপে ফেলার নয়া ইহুদিবাদী পরিকল্পনা
ইহুদিবাদীদের নিরাপত্তা প্রতিষ্ঠানগুলো গাজা উপত্যকার ওপর সম্পূর্ণ অবরোধের পরিকল্পনা উপস্থাপন করেছে। এই পরিকল্পনার মধ্যে রয়েছে গাজা ভূখণ্ডকে টুকরো টুকরো করা এবং হামাস আন্দোলনসহ গাজার বাসিন্দাদের ক্ষমতা ও শক্তিমত্তাকে দুর্বল করে দেওয়া। বন্দী থাকা এলাকাগুলোতে স্থল অভিযানের বিরোধিতার মুখোমুখি হওয়া এই পরিকল্পনাটি শুক্রবার নেতানিয়াহুর উপস্থিতিতে একটি সভায় পর্যালোচনা করা হয়। ওই পরিকল্পনার লক্ষ্য হিসেবে বলা হয়েছে: ফিলিস্তিনি প্রতিরোধকে দুর্বল করা এবং গাজা উপত্যকার ফিলিস্তিনিদের ওপর চাপ আরও বৃদ্ধি করা।
ফিলিস্তিনের স্বীকৃতি, বেনিয়ামিন নেতানিয়াহুর একটি ব্যর্থতা
ইহুদিবাদী ডেমোক্র্যাটিক পার্টির প্রধান ইয়ায়ির গোলান প্যারিসের ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় বলেছেন: ফ্রান্সের পক্ষ থেকে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য একটি পরাজয়। তিনি নেতানিয়াহুর মন্ত্রিসভাকে ইচ্ছাকৃতভাবে যুদ্ধ দীর্ঘায়িত করা, বন্দীদের মুক্তি দেওয়া এবং মানবিক সংকট তৈরি করার ব্যপারে অভিযুক্ত করেছিলেন। গোলান নেতানিয়াহুকে চরমপন্থীদের কাছে আত্মসমর্পণ করা এবং ইস্রাইল কাটজের মতো ব্যক্তিত্বদের কাছে নিরাপত্তার দায়িত্ব হস্তান্তরেরও সমালোচনা করেছেন।
আইজেনকোট প্রধানমন্ত্রী পদে তার সম্ভাব্য প্রার্থীতা ঘোষণা করেছেন
ইসরাইলি সেনাবাহিনীর প্রাক্তন জয়েন্ট চিফস অব স্টাফ গাদি আইজেনকোট প্রধানমন্ত্রী পদে তার সম্ভাব্য প্রার্থিতা ঘোষণা করেছেন। তিনি নেতানিয়াহুকে রাজনৈতিক কারণে বন্দী বিনিময় চুক্তি নষ্ট করার জন্য অভিযুক্ত করেছেন। এই বিবৃতিগুলো এমন এক সময়ে দেওয়া হলো যখন ইসরাইল ক্রমবর্ধমান দেশীয় এবং বিদেশী চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে।
যুদ্ধ অব্যাহত রাখা এবং গাজা অবরোধের বিরুদ্ধে ইসরাইলজুড়ে ব্যাপক বিক্ষোভ
গাজা উপত্যকায় ইসরাইলি অবরোধ এবং আগ্রাসনের বিরুদ্ধে ইসরাইলজুড়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে। তার পাশাপাশি ১৯৪৮ সালে অধিকৃত ভূখণ্ডের বিভিন্ন শহরে গাজার জনগণের সমর্থনে এবং দখলদারদের নীতির নিন্দায় ব্যাপক বিক্ষোভ চলছে। জালিলি অঞ্চলের জর্ডান নদীর পশ্চিম তীরে হাজার হাজার ফিলিস্তিনি গাজার জনগণকে অনাহারে রাখার নীতি এবং ইসরাইলের আগ্রাসী নীতির বিরুদ্ধে দেশব্যাপী অনুষ্ঠিত ওই বিক্ষোভে অংশগ্রহণ করেছে। একই সাথে, নেগেভ অঞ্চলের রাহাত শহর এবং তেল আবিবেও বৃহৎ আকারের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
বেন গুরিয়ন বিমানবন্দরে বিশৃঙ্খলা; কর্মচারীদের ধর্মঘটে বিমান চলাচল ব্যাহত
তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরের কর্মীরা কম বেতন এবং জনবলের ঘাটতির প্রতিবাদে ধর্মঘট শুরু করেছে। ওই ধর্মঘটের ফলে ব্যাপক বিশৃঙ্খলা এবং দীর্ঘ লাইন তৈরি হতে দেখা গেছে। এই সংকট ইসরাইলি শাসনব্যবস্থার অভ্যন্তরীণ বিশৃঙ্খল পরিস্থিতিকে আগের চেয়েও বেশি প্রকাশ্যে এনে দিয়েছে এবং এই আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রমকে প্রায় অচল করে দিয়েছে।
দখলদার ইসরাইলে সাইরেনের শব্দ শোনা গেছে
সংবাদ সূত্র জানিয়েছে যে ইসরাইলের বিশাল এলাকায় সাইরেনের শব্দ শোনা গেছে। বার্তা সংস্থা ইরনা শুক্রবার রাতে আরও জানিয়েছে, ইসরাইলি সূত্র দাবি করেছে যে তারা ইয়েমেন থেকে তাদের দিকে ছোঁড়া একটি ক্ষেপণাস্ত্র আসতে দেখেছে।
মার্কিন মধ্যস্থতায় গোলানি সরকার এবং ইসরাইলি কর্মকর্তাদের মধ্যে গোপন বৈঠক
অ্যাক্সিওস নিউজ সাইট প্যারিসে মার্কিন মধ্যস্থতায় গোলানি সরকার এবং ইসরাইলি কর্মকর্তাদের মধ্যে একটি গোপন বৈঠকের খবর দিয়েছে। মার্কিন দূত টম বারাক বলেছেন: আমি প্যারিসে সিরিয়া এবং ইসরাইলি কর্মকর্তাদের সাথে দেখা করেছি। ওই বৈঠকের লক্ষ্য ছিল সংলাপের পরিবেশ তৈরি করা এবং উত্তেজনা কমানো। সকল পক্ষই সেই পথে এগিয়ে যাওয়ার ওপর জোর দিয়েছে।
যুদ্ধবিরতি আলোচনায় বৈপরীত্য
ইরনা আরও জানিয়েছে, ইসরাইলি প্রধানমন্ত্রী এবং আমেরিকার মধ্যস্থতাকারী গাজায় বন্দী বিনিময় ও যুদ্ধবিরতি বিষয়ক আলোচনার অগ্রগতি সম্পর্কে পৃথক পৃথক বিবৃতি দিয়েছে। তাদের বিবৃতিতে পারস্পরিক বিপরীত অবস্থান উপস্থাপিত হয়েছে। নেতানিয়াহু হামাসকে একটি চুক্তির পথে বাধা হিসেবে চিহ্নিত করলেও মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন প্রতিনিধি স্টিভ হুইটকফ বর্তমান প্রস্তাবটি সম্পূর্ণরূপে গ্রহণ করার আহ্বান জানিয়েছেন।#
পার্সটুডে/এনএম/২৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।