ইসরাইলি সামরিক বাহিনীর সক্ষমতা মারাত্মকভাবে হ্রাস পেয়েছে: মা'আরিভ
-
ইসরাইলি সামরিক বাহিনীর সক্ষমতা মারাত্মকভাবে হ্রাস পেয়েছে: মা\'আরিভ
পার্সটুডে-ইহুদিবাদী সংবাদপত্র "মা'আরিভ" স্বীকার করেছে যে, ইসরাইলি সেনাবাহিনীর সক্ষমতা হ্রাস পেয়েছে।
ইহুদিবাদী সংবাদপত্র "মা'আরিভ" ইসরাইলি সেনা কর্মকর্তা এবং রাজনৈতিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, গাজা উপত্যকায় হামাস আন্দোলনের বিরুদ্ধে সামরিক চাপ অকার্যকর হয়ে পড়েছে। পত্রিকাটি আরও বলেছে: ইসরাইলের সম্মুখ সারির সৈন্যরা মারাত্মকভাবে ক্লান্ত হয়ে পগেছে এবং তাদের সক্ষমতাও হ্রাস পেয়েছে। ইরনার বরাত দিয়ে পার্সটুডে আরও জানিয়েছে, মা'আরিভ ইসরাইলি সেনাবাহিনীর একজন রিজার্ভ অফিসারের উদ্ধৃতি দিয়ে বলেছে: সামরিক অভিযানে কোনও ফল আসেনি এবং গাজায় সামরিক চাপ প্রয়োগও কোনও পরিবর্তন আনবে না। হামাস বছরের পর বছর ধরে গেরিলা যুদ্ধ চালিয়ে যেতে পারে। এমন একটি যুদ্ধ কৌশলের মাধ্যমে হামাস ইসরাইলি সেনাবাহিনীর ওপর ভারী মূল্য চাপিয়ে দিয়েছে।
গাজা উপত্যকায় যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে ইসরাইলের রাজনৈতিক ও সামরিক নেতাদের মধ্যে মতবিরোধের কথা উল্লেখ করে সংবাদপত্রটি আরও বলেছে: ইসরাইলি জেনারেল স্টাফের চিফ ইয়াল জামির, বেশ কয়েক দিন ধরে গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়ে আলোচনা ও সংলাপ আয়োজনের আহ্বান জানিয়ে আসছেন।
সংবাদপত্রটির ভাষ্যমতে, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওই সভা আয়োজনের বিষয়টি এড়িয়ে যাচ্ছেন এবং গাজা যুদ্ধ সম্পর্কিত ওই পরিকল্পনাগুলো উত্থাপন ও অনুমোদনে বাধা দিচ্ছেন।
ইসরাইলি সেনাবাহিনী প্রায় দুই বছর ধরে গাজা উপত্যকার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে আসছে এবং ওই অঞ্চলের জনগণের বিরুদ্ধে গণহত্যা চালিয়ে আসছে। এই সময়ের মধ্যে, হাজার হাজার ফিলিস্তিনি শহীদ, আহত কিংবা নিখোঁজ হয়েছে। সেইসাথে গাজার ওপর সর্বাত্মক অবরোধ আরোপের কারণে ওই অঞ্চলে দুর্ভিক্ষ ও ক্ষুধা মহামারি আকারে বিস্তৃতি লাভ করেছে।
মানবাধিকার সংস্থাগুলো জোর দিয়ে বলেছে যে ইসরাইল গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের ওপর অবরোধ এবং দুর্ভিক্ষ ও অনাহারকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। গাজা উপত্যকায় এই অপরাধ ও দুর্ভিক্ষের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিবাদ এবং নিন্দার ঢেউ উঠেছে।
প্রায় দুই বছরের যুদ্ধ সত্ত্বেও, ইসরাইলি সেনাবাহিনী তাদের ঘোষিত লক্ষ্য অর্জন করতে পারে নি। তাদের লক্ষ্য ছিল হামাস আন্দোলনকে ধ্বংস করা এবং গাজা উপত্যকা থেকে ইহুদি বন্দীদের ফিরিয়ে আনা।
ইসরাইলের বেশ কয়েকজন সামরিক ও রাজনৈতিক কর্মকর্তা, বিশ্লেষক এবং সামরিক বিশেষজ্ঞ গাজা যুদ্ধে দখলদার সেনাবাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি এবং তার পরিণতি সম্পর্কে সতর্কবাণী উচ্চারণ করেছেন। ওই হুশিয়ারির মধ্যে ইসরাইলি সৈন্যদের আত্মহত্যাও অন্তর্ভুক্ত রয়েছে। কর্মকর্তারা দ্রুত গাজা যুদ্ধ অবসানের আহ্বান জানিয়েছেন।#
পার্সটুডে/এনএম/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।