ইসরায়েলের 'গিদিয়নের রথ ২'র বিরুদ্ধে ফিলিস্তিনিদের 'মুসার লাঠি'র অভিযান
https://parstoday.ir/bn/news/west_asia-i151664-ইসরায়েলের_'গিদিয়নের_রথ_২'র_বিরুদ্ধে_ফিলিস্তিনিদের_'মুসার_লাঠি'র_অভিযান
পার্সটুডে - ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষামন্ত্রী সাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর মধ্যে নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধির ঘোষণা দিয়েছেন।
(last modified 2025-09-06T04:13:36+00:00 )
সেপ্টেম্বর ০৪, ২০২৫ ১২:২৯ Asia/Dhaka
  • ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা দখলদার ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত
    ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা দখলদার ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত

পার্সটুডে - ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষামন্ত্রী সাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর মধ্যে নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধির ঘোষণা দিয়েছেন।

তিউনিসিয়ায় ফরাসি দূতাবাসের চার্জ ডি'অ্যাফেয়ার্সকে তলব, ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধের নতুন অভিযান, সাংহাই সহযোগিতা সংস্থার সদস্যদের মধ্যে নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি, অধিকৃত অঞ্চলগুলোতে ম্যাক্রোঁর সফরের বিরোধিতা নেতানিয়াহুর,অধিকৃত অঞ্চলগুলোতে দুটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা এবং সহযোগিতার একটি নতুন কাঠামোতে পৌঁছানোর জন্য ইরান এবং আইএইএ-এর মধ্যে আলোচনা - এসব ইরান এবং বিশ্বের সর্বশেষ খবরের একটি নির্বাচিত অংশ যা আপনারা পার্সটুডে থেকে এই সংবাদ প্যাকেজে পড়তে পারেন।

আরাকচি: আইএইএ-এর সাথে ইরানের সহযোগিতার জন্য নতুন কাঠামো আলোচনাাধীন

ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী বুধবার রাতে বলেছেন, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার সাথে ইরানের সহযোগিতার জন্য একটি নতুন কাঠামো আলোচনাাধীন। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সাথে ইরানের সহযোগিতা সম্পর্কে সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, যেমনটি আমরা আগেই বলেছি, সাম্প্রতিক ঘটনাবলীর জন্য সহযোগিতার জন্য একটি নতুন কাঠামো প্রয়োজন। এই বিষয়টি বর্তমানে আলোচনার অধীনে রয়েছে এবং আইএইএ ও স্বীকার করেছে যে নতুন শর্তগুলো একটি নতুন কাঠামোর অধীনে অনুসরণ করা উচিত।

উলিয়ানভ: পশ্চিমাদের বিশ্বাস করা যাবে না

ভিয়েনায় অবস্থিত আন্তর্জাতিক সংস্থাগুলোতে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি বলেছেন, পশ্চিমাদের বিশ্বাস করা যাবে না। ভিয়েনায় অবস্থিত আন্তর্জাতিক সংস্থাগুলোতে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ জোর দিয়ে বলেছেন, পশ্চিমা দেশগুলোকে বিশ্বাস করা এবং তাদের উপর নির্ভর করা যাবে না এবং আমাদের তাদের মিথ্যা প্রতিশ্রুতির উপর নির্ভর করা উচিত নয়। ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসির সাথে তার সাক্ষাৎ এবং আলোচনার পরে উলিয়ানভের এসব বক্তব্য এসেছে।

তিউনিসিয়া ফরাসি দূতাবাসের চার্জ ডি'অ্যাফেয়ার্সকে তলব করেছে

তিউনিসিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে: মঙ্গলবার,২০২৫ সালের ২ সেপ্টেম্বর ফ্রান্সের মার্সেইতে তিউনিসিয়ার নাগরিক আবদেলকাদের ধিবির হত্যার পর তিউনিসিয়ার প্রেসিডেন্টের নির্দেশে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ বেন এইড বুধবার সন্ধ্যায় তিউনিসিয়ায় ফরাসি দূতাবাসের চার্জ ডি'অ্যাফেয়ার্সকে তলব করেছেন যেখানে ফরাসি রাষ্ট্রদূত বিদেশে অবস্থান করছেন। ফরাসি পুলিশের দ্বারা সংঘটিত এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিউনিসিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ফরাসি চার্জ ডি'অ্যাফেয়ার্সকে তার দেশের কর্তৃপক্ষকে অবহিত করতে বলেছে যে তিউনিসিয়া এই ঘটনাটিকে একটি অযৌক্তিক হত্যাকাণ্ড বলে মনে করে এবং ফরাসি পক্ষ তদন্ত এবং দায়িত্ব নির্ধারণে দ্রুত সিদ্ধান্তমূলক এবং কার্যকর ভূমিকা পালন করবে বলে আশা করে।

সাংহাই সদস্যদের মধ্যে নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষা এবং সশস্ত্র বাহিনীর সহায়তা মন্ত্রী সাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর মধ্যে নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধির ঘোষণা দিয়েছেন। ইরানের ইসলামি প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা ও সহায়তা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদেহের ঘোষণা অনুযায়ী সাংহাই সদস্যরা বর্তমানে সন্ত্রাসবাদ ও মাদক পাচারের বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতা করছে।

অধিকৃত ফিলিস্তিনে ম্যাক্রোঁর সফরের বিরোধিতা করেছেন নেতানিয়াহু

ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে যে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের অধিকৃত ফিলিস্তিন সফরের প্রচেষ্টার বিরোধিতা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার রাতে ইসরায়েলি টেলিভিশন জানিয়েছে যে ম্যাাকরন তাৎক্ষণিকভাবে তেল আবিব সফর করতে চান; কিন্তু নেতানিয়াহু তাকে বার্তা দিয়েছেন যে এই বৈঠক কেবল তখনই সম্ভব যদি ফ্রান্স ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা থেকে সরে আসে।

ইহুদিবাদী সরকারের "গিদিয়ন রথ ২" এর বিরুদ্ধে আল-কাসসামের "রড অফ মোজেস"

ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন "হামাস" এর সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেডস ইহুদিবাদী সেনাবাহিনীর "গিদিয়ন রথ ২" অভিযানের প্রতিক্রিয়ায় ফিলিস্তিনি প্রতিরোধের দ্বারা "রড অফ মোজেস" অভিযানের একটি সিরিজ ঘোষণা করেছে। একজন জ্যেষ্ঠ কাসসাম কমান্ডার আল-জাজিরাকে বলেন,  "আমরা "গিদিওন রথ ২" মোকাবেলা করার জন্য "রড অফ মোজেস" নামে একটি নতুন অভিযান শুরু করব।

জেরুজালেম এবং হাইফায় ২টি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলা

ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ঘোষণা করেছেন যে দেশটি অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলের জেরুজালেম এবং হাইফায় ২টি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুর বিরুদ্ধে ২টি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন অভিযান পরিচালনা করেছে। "ইয়াহিয়া সারি" এক বিবৃতিতে ঘোষণা করেছেন যে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র ইউনিট অধিকৃত পশ্চিম জেরুজালেমে ইহুদি শত্রুর একটি গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল লক্ষ্যবস্তুতে ফিলিস্তিন ২ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর ড্রোন ইউনিটও ড্রোন ব্যবহার করে অধিকৃত হাইফা অঞ্চলে ইহুদি শত্রুর একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।#

 

পার্সটুডে/এমবিএ/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।