'সিরিয়ায় জোলানির পতনের পালা শুরু হয়েছে'
https://parstoday.ir/bn/news/west_asia-i152776-'সিরিয়ায়_জোলানির_পতনের_পালা_শুরু_হয়েছে'
পার্স-টুডে: একজন আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ও রাজনৈতিক বিশ্লেষক আল জোলানির সহিংস শাসনের বিরুদ্ধে সিরিয়ার বিরোধী দলগুলোর ক্রমবর্ধমান তৎপরতার কথা তুলে ধরেছেন।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
অক্টোবর ০৮, ২০২৫ ১৯:৪৫ Asia/Dhaka
  • সিরিয়ায় জোলানির পতনের পালা শুরু?
    সিরিয়ায় জোলানির পতনের পালা শুরু?

পার্স-টুডে: একজন আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ও রাজনৈতিক বিশ্লেষক আল জোলানির সহিংস শাসনের বিরুদ্ধে সিরিয়ার বিরোধী দলগুলোর ক্রমবর্ধমান তৎপরতার কথা তুলে ধরেছেন।

আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ও রাজনৈতিক বিশ্লেষক আওস নিজার জোর দিয়ে বলেছেন যে জোলানির সহিংস শাসনব্যবস্থা সিরিয়াকে বিভক্ত করার আমেরিকান ইহুদিবাদী প্রকল্পেরই ফসল এবং এই শাসনব্যবস্থার টিকে থাকার অর্থ  দেশটির রাজনৈতিক দিগন্তের ধ্বংস-সাধন। 

আওস নিজার আরও বলেছেন: "সিরিয়ার আগ্রাসী ও অপরাধ তৎপরতা অভূতপূর্ব মাত্রায় পৌঁছেছে, এবং জোলানির সহিংস শাসনের ছত্রচ্ছায়ায় এটি ঘটছে। আমরা জোলানির শাসনের আওতা থেকে দূরে এবং স্বায়ত্তশাসিতভাবে সিরিয়ার বিপুল সংখ্যক অঞ্চলের প্রশাসন প্রত্যক্ষ করছি।"

নিজার আরও বলেছেন: "জোলানির শাসনের বিরুদ্ধে সিরিয়ায় জাতীয়তাবাদী ও জোলানি বিরোধী দলগুলোর তৎপরতা তীব্রতর হয়েছে এবং তারা এই শাসনকে উৎখাতের দিকে নেয়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।"

তিনি বলেন: "জোলানি ও তার দলবলের কার্যকলাপ আইসিস তথা দায়েশ ও আল-কায়েদার মাধ্যমে শুরু হয়েছিল, সিরিয়ার জনগণের ইচ্ছায় নয়, বরং মার্কিন যুক্তরাষ্ট্র এও ইহুদিবাদী ইসরায়েলের সমর্থনে ক্ষমতায় এসেছিল। এই সরকারের জীবনকাল দীর্ঘ হবে না এবং বড় জোর আগামী বছরের শুরু পর্যন্ত স্থায়ী হবে।" #

পার্স টুডে/এমএএইচ/০৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।