হামাসের বিরুদ্ধে নেতানিয়াহু'র অভিযোগ প্রত্যাখ্যান; অস্ত্র ত্যাগ করবে না হিজবুল্লাহ
https://parstoday.ir/bn/news/west_asia-i154340-হামাসের_বিরুদ্ধে_নেতানিয়াহু'র_অভিযোগ_প্রত্যাখ্যান_অস্ত্র_ত্যাগ_করবে_না_হিজবুল্লাহ
পার্সটুডে- গাজায় ক্রমবর্ধমান মানবিক সংকটের মধ্যে ফিলিস্তিনি কর্মকর্তারা স্বল্প পরিমাণে সাহায্য প্রবেশের সমালোচনা করেছেন এবং পরিস্থিতিকে ‘অসহনীয়’ বলে বর্ণনা করেছেন। একই সময়ে লেবাননের হিজবুল্লাহর প্রতিনিধিরা দখলদার ইসরায়েলি শাসনযন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ বজায় রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।
(last modified 2025-11-23T15:00:24+00:00 )
নভেম্বর ২৩, ২০২৫ ১৮:০৭ Asia/Dhaka
  • গাজায় ত্রাণ সামগ্রী চাহিদার চেয়ে অনেক কম
    গাজায় ত্রাণ সামগ্রী চাহিদার চেয়ে অনেক কম

পার্সটুডে- গাজায় ক্রমবর্ধমান মানবিক সংকটের মধ্যে ফিলিস্তিনি কর্মকর্তারা স্বল্প পরিমাণে সাহায্য প্রবেশের সমালোচনা করেছেন এবং পরিস্থিতিকে ‘অসহনীয়’ বলে বর্ণনা করেছেন। একই সময়ে লেবাননের হিজবুল্লাহর প্রতিনিধিরা দখলদার ইসরায়েলি শাসনযন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ বজায় রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

গাজার মানবিক পরিস্থিতি

গাজা উপত্যকার উদ্ধার ও ত্রাণ সংস্থার মুখপাত্র মাহমুদ বাসসাল বলেছেন, এখনো খুবই ধীর গতিতে ত্রাণ কার্যক্রম চলছে এবং গাজায় বিশাল চাহিদার তুলনায় এটা একেবারেই নগণ্য। পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও ইসরায়েলি দখলদার বাহিনী গাজার বহু বাড়ি–ঘর ও ভবন ধ্বংস করেছে এবং শত শত পরিবারকে অসহনীয় পরিস্থিতিতে বাস্তুচ্যুত করেছে। বাসসাল সতর্ক করে বলেন, শীতকাল ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে এবং পরিস্থিতির কোনো উন্নতি না হওয়ায় গাজার মানবিক অবস্থা গুরুতর ঝুঁকিতে রয়েছে।

হিজবুল্লাহর অবস্থান

বার্তা সংস্থার ইরনা'র প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের পার্লামেন্টে হিজবুল্লাহর প্রতিনিধি ইহাব হামাদে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধের ওপর জোর দিয়ে বলেন, দুর্বল অবস্থান থেকে আলোচনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, শত্রুরা এটা ভেবে ভুল করছে যে, তারা লেবাননি ভূখণ্ডে ইচ্ছেমতো আগ্রাসন চালিয়ে যেতে পারবে, প্রতিরোধ সংগ্রাম সব সময় লেবাননকে রক্ষা করেছে। তিনি আরও বলেন, “আমরা অদম্য জাতি; আমরা সব কঠিন পরিস্থিতি অতিক্রম করেছি।" হামাদে আরও বলেন, “লেবাননের সার্বভৌমত্ব আমরা আমাদের রক্ত ও ত্যাগের বিনিময়ে রক্ষা করেছি। যদি আমাদের শহীদদের আত্মদান না থাকত, নিরাপত্তা বলে কিছুই থাকত না।” তিনি বলেন, “আমরা আমাদের অস্ত্র ছাড়ব না—শত্রুর সঙ্গে লড়ব এবং বিজয়ী হব।”

গাজায় দখলদারদের হামলা ও পপুলার ফ্রন্টের প্রতিক্রিয়া

ফিলিস্তিনের পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন (পিএফএলপি) এক বিবৃতিতে গাজা ও অন্যান্য এলাকায় সাম্প্রতিক হামলাকে যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে ঘোষণা  করেছে। তারা বলেছে, দখলদার বাহিনী ইচ্ছাকৃতভাবে বেসামরিক জনগণকে নিশানা করে হামলা চালাচ্ছে এবং যুক্তরাষ্ট্র এসব অপরাধকে বৈধতা দিতে ও সংকট বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে হামাসের প্রতিক্রিয়া

হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য মুসা আবু মারজুক প্রধানমন্ত্রী নেতানিয়াহুর যুদ্ধবিরতি অভিযোগকে মিথ্যা বলে উল্লেখ করে বলেছেন, হামাস গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়ন সফল করতে প্রতিশ্রুতিবদ্ধ।#

পার্সটুডে/এসএ/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।