তুরস্কে বিমান হামলায় আবারো ১৩ পিকেকে গেরিলা নিহত
তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে দেশটির সেনাবাহিনীর বিমান হামলায় কুর্দি গেরিলা গোষ্ঠীর ১৩ সদস্য নিহত হয়েছে বলে সামরিক বাহিনীর সূত্রগুলো জানিয়েছে।
তুর্কি সেনা কর্মকর্তারা জানিয়েছেন, সেনাবাহিনী গতকাল (রোববার) বিকেলে এফ-১৬ জঙ্গিবিমান দিয়ে তুরস্কের দক্ষিণ-পূর্ব অংশে অবস্থিত সিরিত প্রদেশে কুর্দিস্তান ওয়ার্কাস পার্টি বা পিকেকে'র অবস্থানে বোমা বর্ষণ করলে এসব গেরিলা নিহত হয়।
গোপন তথ্যের ভিত্তিতে পিকেকে'র গেরিলাদের ওপর এই হামলা চালানো হয়েছে বলে ওই সূত্রগুলো দাবি করেছে। ড্রোনের সহযোগিতায় সেনাবাহিনী এখন সন্দেহভাজন গেরিলাদের খোঁজে সেখানে অভিযান চালাচ্ছে বলে জানান কর্মকর্তারা।
আঙ্কারা গত কয়েক মাস ধরে দক্ষিণাঞ্চলীয় সীমান্তে পিকেকে বিরোধী ব্যাপক অভিযান চালাচ্ছে। এ ছাড়া, ইরাকের উত্তরাঞ্চলেও পিকেকে’র অবস্থানে হামলা করছে তুর্কি সেনাবাহিনী।
তুরস্কের সুর শহরে একটি বোমা হামলাকে কেন্দ্র করে তুর্কি সরকার পিকেকে গেরিলা-বিরোধী অভিযান শুরু করে। হামলায় ৩০ জনের বেশি বেসামরিক ব্যক্তি নিহত হয়েছিল। তাকফিরি দায়েশ ওই হামলা চালায় বলে তুর্কি সরকার জানিয়েছিল।#
পার্সটুডে/বাবুল আখতার/মুজাহিদুল ইসলাম/৮