সিরিয়ায় ধারাবাহিক বোমা হামলায় চার ডজন ব্যক্তি নিহত
সিরিয়ায় ধারাবাহিক বোমা হামলায় চার ডজনের বেশি বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। রাজধানী দামেস্কের কাছে এবং অন্যান্য এলাকায় চালানো এসব বোমা হামলায় আরো বহু লোক আহত হয়।
আজ (সোমবার) রাজধানী দামেস্কের ২২০ কিলোমিটার উত্তর-পশ্চিমে বন্দরনগরী তারতুসের পশ্চিম অংশের প্রবেশ পথে দু'টি বোমা বিস্ফোরণে ৩০ বেসামরিক ব্যক্তি নিহত হয়।
সিরিয়ার পুলিশ সূত্র জানিয়েছে, প্রথমে বিস্ফোরক বোঝাই একটি গাড়ি আরজুনা ব্রিজের নীচে একটি মহাসড়কে বিস্ফোরিত হয়। পরে হতাহতদের উদ্ধার করতে সেখানে লোকজন জড়ো হলে আরেক ব্যক্তি দ্বিতীয় আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটায়। পরপর দু'টি বিস্ফোরণে আরো অন্তত ৩৬ জন আহত হয়।
এছাড়া, সিরিয়ার হাসাকা শহরের উত্তর-পূর্বে অবস্থিত কুর্দি অধ্যুষিত মারশো এলাকায় একটি মোটর সাইকেলে লুকিয়ে রাখা বোমার বিস্ফোরণ ঘটলে আরো আট ব্যক্তি নিহত হয়। দামেস্কের উপকণ্ঠে সাবুরা এবং বাজা এলাকাকে সংযুক্ত করা একটি সড়কে বিস্ফোরক বোঝাই আরো একটি গাড়ি বিস্ফোরণ ঘটলে তিন ব্যক্তি নিহত এবং বেশ কিছু লোক আহত হয়।
রাজধানী দামেস্কের উত্তরে অবস্থিত হোমস শহরের পালমিরার প্রবেশদ্বারে বোমা বিস্ফোরণ ঘটলে দুই বেসামরিক ব্যক্তি নিহত এবং আরো সাত জন আহত হয়। তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ এসব বর্বরোচিত হামলার দায়িত্ব স্বীকার করেছে।#
পার্সটুডে/বাবুল আখতার/৫