'বেসমারিক ব্যক্তিদেরকে মানবঢাল হিসেবে ব্যবহার করছে আন-নুসরা ফ্রন্ট'
-
জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার স্থায়ী প্রতিনিধি বাশার আল-জাফারি
জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার স্থায়ী প্রতিনিধি বাশার আল-জাফারি অভিযোগ করেছেন, সিরিয়ার সেনাবাহিনীর অভিযানের মুখে উগ্র তাকফিরি গোষ্ঠী ফাতেহ আশ-শাম সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহরে বেসামরিক ব্যক্তিদের মানবঢাল হিসেবে ব্যবহার করছে। আন-নুসরা ফ্রন্ট সম্প্রতি ফাতেহ আশ-শাম হিসেবে আত্মপ্রকাশ করেছেন।
বাশার আল-জাফারি গতকাল (শুক্রবার) রাশিয়া টুডে সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, রাশিয়া এবং সিরিয়ার মাধ্যমে তৈরি করা মানব করিডর দিয়ে আলেপ্পোর পূর্ব অংশ থেকে বেসামরিক লোকদেরকে বের আসতে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আন-নুসরা ফ্রন্ট।
যুদ্ধ-বিধ্বস্ত বিভক্ত আলেপ্পো শহর থেকে বেসামরিক ব্যক্তিরা যাতে নিরাপদে অন্যত্র চলে যেতে পারে এবং সেখানে মানবিক ত্রাণ সরবরাহ করার সুবিধার্থে সিরিয়ায় অবস্থিত রাশিয়ার রিকনসিলিয়েশন সেন্টার এবং দামেস্কের সরকারি বাহিনী কয়েকটি মানব করিডর তৈরি করে দিয়েছে।
জাফারি আরো বলেন, বিদেশী মদদ-পুষ্ট সন্ত্রাসীরা আলেপ্পো শহরে হাসপাতালগুলোকে দখল করে রেখেছে বলে জাতিসংঘের কর্মকর্তারা প্রতিবেদন পাঠানোর পরও সংস্থাটি নিরব ভূমিকা পালন করছে।
জাফারি আরো বলেন, আমেরিকা এবং এর মিত্রদেশগুলো কথিত মধ্যপন্থি সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে রক্ষা করার লক্ষ্যে আন-নুসরা ফ্রন্টকে মানবঢাল হিসেবে ব্যবহার করছে। তিনি বলেন, আন-নুসরা ফ্রন্টকে নির্মূল করার জন্য মার্কিন প্রশাসন মোটেই আন্তরিক নয়। যদিও জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এই গোষ্ঠীটকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করেছে।#
পার্সটুডে/বাবুল আখতার/১