‘মুসলিম বিশ্বকে ধ্বংস করতে চায় সৌদি সরকার’
https://parstoday.ir/bn/news/west_asia-i22792-মুসলিম_বিশ্বকে_ধ্বংস_করতে_চায়_সৌদি_সরকার’
ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা বলেছেন, সৌদি আরব গোটা মুসলিম বিশ্বকে ধ্বংস করতে চায়। তিনি রিয়াদকে ‘কপটতার ঝাণ্ডাবাহী’ সরকার বলেও অভিহিত করেছেন। শোকাবহ আশুরা উপলক্ষে বুধবার জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে আব্দুল মালিক আল-হুথি এ মন্তব্য করেন।
(last modified 2025-11-11T14:44:42+00:00 )
অক্টোবর ১৩, ২০১৬ ০৫:৫২ Asia/Dhaka
  • আব্দুল মালিক আল-হুথি
    আব্দুল মালিক আল-হুথি

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা বলেছেন, সৌদি আরব গোটা মুসলিম বিশ্বকে ধ্বংস করতে চায়। তিনি রিয়াদকে ‘কপটতার ঝাণ্ডাবাহী’ সরকার বলেও অভিহিত করেছেন। শোকাবহ আশুরা উপলক্ষে বুধবার জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে আব্দুল মালিক আল-হুথি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “কুচক্রী সৌদি সরকার হচ্ছে ভণ্ডামির  পতাকাবাহী সরকার। আমেরিকার গৃহভৃত্য হিসেবে পরিচিত এই সরকার গোটা মুসলিম বিশ্বকে ধ্বংসের কাজে নিযুক্ত হয়েছে। এই সরকার ধর্মের নামে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে।”

ইয়েমেনের রাজধানী সানার একটি জানাযার নামাজে সাম্প্রতিক সৌদি হামলার তীব্র নিন্দা জানিয়ে আল-হুথি বলেন, এই জঘন্য অপরাধযজ্ঞের ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করা ছিল ওই হামলার চেয়ে নিন্দনীয় কাজ।

বিমান হামলা চালিয়ে জানাযার নামাজের স্থানকে ধ্বংসস্তুপে পরিণত করে সৌদি আরব

তিনি বলেন, রিয়াদের এ  পাশবিক হামলার কারণে আমাদেরকে সৌদি আগ্রাসনকে গুরুত্বের সঙ্গে নিতে হবে। তা না হলে এরকম বর্বরোচিত হামলা চলতেই থাকবে। জানাযার নামাজে ওই সৌদি বিমান হামলায় অন্তত ১৪০ ব্যক্তি নিহত হন।

ইয়েমেনের হুথি আন্দোলনের নেতা বলেন, তার দেশে সৌদি পাশবিক আগ্রাসন পরিচালিত হচ্ছে মার্কিন পৃষ্ঠপোষকতা ও নজরদারিতে।

ইরাক ও আফগানিস্তানসহ বিশ্বের অন্যান্য দেশে মার্কিন অপরাধযজ্ঞের নিন্দা জানিয়ে তিনি বলেন, ওয়াশিংটন নিজেকে জাতিগুলোর ত্রাণকর্তা হিসেবে তুলে ধরতে চায়। কিন্তু ওয়াশিংটনের জানা উচিত বিশ্বের প্রতিটি জাতি আমেরিকাকে ঘৃণা করে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৩