বেসামরিক জনগণকে রক্ষা করতেই সন্ত্রাস নির্মূল: প্রেসিডেন্ট আসাদ
https://parstoday.ir/bn/news/west_asia-i23446-বেসামরিক_জনগণকে_রক্ষা_করতেই_সন্ত্রাস_নির্মূল_প্রেসিডেন্ট_আসাদ
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, তার দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় নগরী আলেপ্পোর বেসামরিক নাগরিকদের জীবন রক্ষার স্বার্থেই সেখানে সন্ত্রাস নির্মূলের অভিযান চালাচ্ছে সেনাবাহিনী।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
অক্টোবর ২০, ২০১৬ ০৫:৫৩ Asia/Dhaka
  • সুইজারল্যান্ডের এসআরএফ টিভি’কে সাক্ষাৎকার দিচ্ছেন প্রেসিডেন্ট আসাদ
    সুইজারল্যান্ডের এসআরএফ টিভি’কে সাক্ষাৎকার দিচ্ছেন প্রেসিডেন্ট আসাদ

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, তার দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় নগরী আলেপ্পোর বেসামরিক নাগরিকদের জীবন রক্ষার স্বার্থেই সেখানে সন্ত্রাস নির্মূলের অভিযান চালাচ্ছে সেনাবাহিনী।

সুইজারল্যান্ডের এসআরএফ টিভি’কে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন তিনি। সিরিয়ার প্রেসিডেন্ট বলেন, সাংবিধানিক বাধ্যবাধকতা অনুসারে আমাদেরকে সাধারণ মানুষের জীবন বাঁচাতে হবে এবং এ লক্ষ্যেই আলেপ্পো থেকে সন্ত্রাসীদের নির্মূল করতে হবে। উগ্র তাকফিরি জঙ্গিদের নিয়ন্ত্রণে থাকা অবস্থায় বেসামরিক জনগণকে নিরাপত্তা দেয়া সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

প্রেসিডেন্ট আসাদ বলেন, “তারা যখন সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে বসবাস করছে তখন আপনি কীভাবে তাদেরকে নিরাপত্তা দেবেন? আমরা কি এ অবস্থায় হাত-পা গুটিয়ে বসে থাকব? নিঃসন্দেহে আমাদেরকে সন্ত্রাসীদের ওপর হামলা চালাতে হবে।”

সিরিয়ার এক সময়কার বাণিজ্যিক রাজধানী ও দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো বর্তমানে দু’টি অংশে বিভক্ত হয়ে রয়েছে। এর পশ্চিম অংশ নিয়ন্ত্রণ করছে সরকারি সেনারা। অন্যদিকে নগরীর পূর্ব অংশ বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে।

গত প্রায় পাঁচ বছর ধরে এই নিয়ন্ত্রণ ধরে রাখাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে বহু রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। তবে গত ২২ সেপ্টেম্বর সিরিয়ার সেনাবাহিনী আলেপ্পোর পূর্ব অংশ পুনর্দখলের জন্য নয়া সামরিক অভিযান শুরু করেছে। এ কাজে বিমান সহায়তা দিচ্ছে রাশিয়া।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২০