সিরিয়ায় মার্কিন বিমান হামলায় আবারো ২৩ বেসামরিক নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i25243-সিরিয়ায়_মার্কিন_বিমান_হামলায়_আবারো_২৩_বেসামরিক_নিহত
সিরিয়ায় তাকফিরি দায়েশ নিয়ন্ত্রিত উত্তর-পুর্বাঞ্চলীয় রাক্কা শহরের কাছে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় শিশুসহ অন্তত ২৩ ব্যক্তি আহত হয়েছে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
নভেম্বর ০৯, ২০১৬ ২০:৩৪ Asia/Dhaka
  • সিরিয়ায় মার্কিন বিমান হামলায় আবারো ২৩ বেসামরিক নিহত

সিরিয়ায় তাকফিরি দায়েশ নিয়ন্ত্রিত উত্তর-পুর্বাঞ্চলীয় রাক্কা শহরের কাছে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় শিশুসহ অন্তত ২৩ ব্যক্তি আহত হয়েছে।

লন্ডন ভিত্তিক কথিত মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, আজ (বুধবার) সকালে রাক্কা শহরের ৪০ কিলোমিটার উত্তরে আল-হিশা গ্রামে মার্কিন বাহিনী বোমা বর্ষণ করলে এসব ব্যক্তি নিহত হয়।   

২০১৩ সালের মার্চে তাকফিরি দায়েশ ইউফ্রেটিস নদীর উত্তর তীরে অবস্থিত রাক্কা শহরটির নিয়ন্ত্রণ নিয়ে পরের বছর এটিকে তারা খেলাফতের স্বঘোষিত রাজধানী হিসেবে ঘোষণা দেয়। মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় এবারই প্রথম বেসামরিক ব্যক্তিরা হতাহতের স্বীকার হন নি। এর আগে গত মধ্য অক্টোবরে মার্কিন নেতৃত্বাধীন জোট রাক্কার উত্তর-পূর্বাঞ্চলের উপকণ্ঠে অবস্থিত সুলুকের কাছে অবস্থিত দাহাম গ্রামের একাধিক এলাকায় বোমা বর্ষণ করলে অন্তত ১৫ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছিল।

দামেস্ক বা জাতিসংঘের অনুমতির তোয়াক্কা না করে ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে মার্কিন নেতৃত্বাধীন জোট সিরিয়ায় তাকফিরি দায়েশের অবস্থানে বিমান হামলা চালাচ্ছে। তবে এসব হামলায় দায়েশের অবস্থান দুর্বল হয় নি বরং বেশিরভাগ ক্ষেত্রে বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে বলে অভিযোগ রয়েছে।#

পার্সটুডে/বাবুল আখতার/৯