'পূর্ব আলেপ্পোর আরো গভীরে ঢুকে পড়েছে সিরিয় বাহিনী'
https://parstoday.ir/bn/news/west_asia-i26515-'পূর্ব_আলেপ্পোর_আরো_গভীরে_ঢুকে_পড়েছে_সিরিয়_বাহিনী'
সিরিয়ার সেনাবাহিনী দেশটির গোলযোগপূর্ণ পূর্ব আলেপ্পোর আরো ভেতরে ঢুকে পড়েছে বলে লন্ডনভিত্তিক কথিত মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে। উগ্র জঙ্গিদের কাছ থেকে এলাকাটি পুনরুদ্ধার করতে বড় ধরণের অভিযান শুরু করার পর সিরিয় বাহিনীর এ সাফল্যের খবর এল।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
নভেম্বর ২৩, ২০১৬ ১৬:২৬ Asia/Dhaka
  • 'পূর্ব আলেপ্পোর আরো গভীরে ঢুকে পড়েছে সিরিয় বাহিনী'

সিরিয়ার সেনাবাহিনী দেশটির গোলযোগপূর্ণ পূর্ব আলেপ্পোর আরো ভেতরে ঢুকে পড়েছে বলে লন্ডনভিত্তিক কথিত মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে। উগ্র জঙ্গিদের কাছ থেকে এলাকাটি পুনরুদ্ধার করতে বড় ধরণের অভিযান শুরু করার পর সিরিয় বাহিনীর এ সাফল্যের খবর এল।

সংস্থাটি জানিয়েছে, সিরিয়ার সেনাবাহিনী জঙ্গিবিমানের সহায়তায় গুরুত্বপূর্ণ মাসাকেন হানানো এলাকায় ব্যাপক সাফল্য পেয়েছে। ২০১২ সালে আলেপ্পোর কৌশলগত এলাকাটি সর্বপ্রথম বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসীদের দখলে চলে যায়। অবজারভেটরি আরো জানিয়েছে, সরকারি বাহিনী এলাকাটি পুনরুদ্ধার করতে সক্ষম হলে তারা সন্ত্রাসীদের নিয়ন্ত্রিত আলেপ্পার উত্তর অংশের সঙ্গে সন্ত্রাসীদের অন্যান্য এলাকা বিচ্ছিন্ন করার সুযোগ পাবে।

সন্ত্রাসীদেরকে বেসামরিক লোকজনের মাঝে খাদ্যসামগ্রী সরবরাহ করাসহ স্থানীয় অধিবাসীদেরকে সরকারি বাহিনী নিয়ন্ত্রিত এলাকায় চলে যাওয়ার অনুমতি দিতে এবং তাদেরকে ওই এলাকা ছেড়ে চলে যেতে সামরিক বিমান থেকে লিফলেট ফেলেছে সিরিয়ার সেনাবাহিনী।

সংস্থাটি বলেছে, আলেপ্পোর পুর্ব অংশ ছেড়ে চলে যেতে  কয়েক ডজন পরিবারকে বাধা দিচ্ছে সন্ত্রাসীরা। চলতি মাসের শুরুতে যুদ্ধবিরতির সময় সিরিয়া এবং রাশিয়ার মাধ্যমে তৈরি করে দেয়া মানবিক করিডর দিয়ে বেসামরিক লোকজনকে যেভাবে বাধা দেয়া হয়েছিল সন্ত্রাসীরা এখনো একই আচরণ করছে বলে জানায় তারা। সিরিয়ার সেনাবাহিনী সন্ত্রাসীদের কবলে থাকা এলাকাগুলোর কয়েকটি ফ্রন্টে লড়াই চালাচ্ছে।#

পার্সটুডে/বাবুল আখতার/২৩