আলেপ্পোর জঙ্গি নিয়ন্ত্রিত এলাকা থেকে পালাচ্ছে হাজার হাজার মানুষ
https://parstoday.ir/bn/news/west_asia-i26914-আলেপ্পোর_জঙ্গি_নিয়ন্ত্রিত_এলাকা_থেকে_পালাচ্ছে_হাজার_হাজার_মানুষ
সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহরের জঙ্গি নিয়ন্ত্রিত এলাকা থেকে হাজার হাজার মানুষ সেনাবাহিনী নিয়ন্ত্রিত এলাকার দিকে পালিয়ে যাচ্ছে। লন্ডনভিত্তিক মনিটরিং গ্রুপ- সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ খবর জানিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ২৮, ২০১৬ ১০:০০ Asia/Dhaka
  • আলেপ্পোর জঙ্গি নিয়ন্ত্রিত এলাকা থেকে পালাচ্ছে হাজার হাজার মানুষ

সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহরের জঙ্গি নিয়ন্ত্রিত এলাকা থেকে হাজার হাজার মানুষ সেনাবাহিনী নিয়ন্ত্রিত এলাকার দিকে পালিয়ে যাচ্ছে। লন্ডনভিত্তিক মনিটরিং গ্রুপ- সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ খবর জানিয়েছে।

এটি বলেছে, আলেপ্পোর জঙ্গি নিয়ন্ত্রিত পূর্ব অংশ থেকে গত দু’দিনে প্রায় ১০,০০০ মানুষ পালিয়ে গেছে। অবজারভেটরি বলেছে, “এদের মধ্যে অন্তত ৬,০০০ ব্যক্তি শেখ মাকসুদ এলাকায় চলে গেছে এবং বাকিরা সরকারি বাহিনী নিয়ন্ত্রিত পশ্চিম আলেপ্পোয় প্রবেশ করেছে।”

গত পাঁচ বছর ধরে সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো দুই ভাগে বিভক্ত হয়ে রয়েছে। এর পূর্ব অংশ রয়েছে বিদেশি মদদপুষ্ট জঙ্গিদের দখলে এবং এর পশ্চিম অংশ নিয়ন্ত্রণ করছে সরকারি বাহিনী।

রোববার সকাল থেকে এ পর্যন্ত পূর্ব আলেপ্পোর জঙ্গি নিয়ন্ত্রিত ছয়টি এলাকা পুনর্দখল করেছে সিরিয়ার সেনাবাহিনী। এসব এলাকার মধ্যে রয়েছে জাবাল বাদরা, হানানো এবং বাদিন ইনযারাত। ২০১২ সাল থেকে হানানো এলাকাটি জঙ্গিদের শক্ত ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। এখান থেকে উগ্র সন্ত্রাসীরা সেনাবাহিনী নিয়ন্ত্রিত এলাকায় হামলা চালাত। সিরিয়ান অবজারভেটরি আরো জানিয়েছে, সিরিয়ার সরকারি বাহিনী বর্তমানে আলেপ্পোর গোটা উত্তরাঞ্চলের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৮