আলেপ্পোর পতন হবে বাশার আসাদের জন্য ‘গুরুত্বপূর্ণ মুহূর্ত’
-
সহিংসতায় বিধ্বস্ত ইতিহাসের আলেপ্পো
সিরিয়ার সরকারি সেনাদের হাতে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর নিয়ন্ত্রণ আসার ঘটনা হবে বাশার আল-আসাদ সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত। এ বিজয় আসাদ সরকারের জন্য পুরো দেশের ওপর নতুন করে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পথ করে দেবে। পাশাপাশি উগ্র সন্ত্রাসীদের জন্য এ পরাজয় হবে বিপর্যয়কর।
ফরাসি বার্তা সংস্থা এএফপি’র এক প্রতিবেদনে বিশেষজ্ঞদের এমন মতামতই উঠে এসেছে। আলেপ্পোর পুরো নিয়ন্ত্রণ হাতে এলে তা আসাদ সরকারকে নিরাপদ জায়গায় পৌঁছে দেবে। ওয়াশিংটন ইনস্টিটিউশনের সিরিয়া বিষয়ক বিশেষজ্ঞ ফ্যাব্রিস বালানশে বলছেন, “আলেপ্পোর বিজয় হবে যুদ্ধের প্রকৃত টার্নিং পয়েন্ট। এটি হবে স্ট্যালিনগ্রাদের সমান।”
রাশিয়ার স্ট্যালিনগ্রাদ শহরে সাবেক সোভিয়েত সেনাদের রক্তক্ষয়ী বিজয়ের পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের মোড় ঘুরে যায়। সিরিয়ার আলেপ্পো শহরে সরকারি সেনাদের সম্ভাব্য বিজয়কে তার সঙ্গে তুলনা করেছেন বালানশে।
তিনি আরো বলেন, আলেপ্পো ছাড়া কার্যত আসাদ ছিলেন অর্ধেক দেশের প্রেসিডেন্ট। কিন্তু আলেপ্পো বিজয়ের মাধ্যেমে তিনি পুরো দেশের প্রেসিডেন্ট হতে পারবেন।
সিরিয়ায় সরকার-বিরোধী সহিংসতা শুরুর এক বছর পর ২০১২ সালে আলেপ্পো দখল করে নেয় উগ্র সন্ত্রাসীরা। এর মধ্যে পূর্ব আলেপ্পো হয়ে ওঠে সন্ত্রাসীদের সমস্ত হত্যাকাণ্ড, সহিংসতা ও নির্যাতনের কেন্দ্রবিন্দু। সন্ত্রাসীদের অধীনে এ এলাকার বাসিন্দারা গত কয়েক বছর শ্বাসরুদ্ধকর জীবযাপন করেছে। তবে চলতি বছরের জুলাই থেকে সরকারি সেনারা মিত্র যোদ্ধাদের সহায়তায় আলেপ্পো মুক্তির অভিযান শুরু করে এবং বর্তমানে আলেপ্পো শহরের শতকরা ৯৩ ভাগের বেশি এলাকা সরকারি সেনাদের নিয়ন্ত্রণে এসেছে। ধারণা করা হচ্ছে শিগগিরি আলেপ্পোয় সরকারি বাহিনীর চূড়ান্ত বিজয় আসবে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১১