একের পর এক বিজয়: মসুলের আরো কাছে পৌঁছেছে ইরাকি বাহিনী
https://parstoday.ir/bn/news/west_asia-i30973-একের_পর_এক_বিজয়_মসুলের_আরো_কাছে_পৌঁছেছে_ইরাকি_বাহিনী
ইরাকের সেনাবাহিনী মসুল শহরের আশেপাশে বিজয় এবং অগ্রযাত্রার ধারা অব্যাহত রেখেছে। ইরাকে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের শেষ ঘাঁটির বিরুদ্ধে বহুমুখী অভিযানে ইরাকি সেনাবাহিনীর সঙ্গে স্বেচ্ছাসেবী যোদ্ধারাসহ কুর্দি পেশমার্গা বাহিনীও যোগ দিয়েছে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
জানুয়ারি ১৫, ২০১৭ ০১:০২ Asia/Dhaka
  • ‌ইরাকি সেনাবাহিনীর সদস্যরা শত্রুপক্ষকে টার্গেট করছে
    ‌ইরাকি সেনাবাহিনীর সদস্যরা শত্রুপক্ষকে টার্গেট করছে

ইরাকের সেনাবাহিনী মসুল শহরের আশেপাশে বিজয় এবং অগ্রযাত্রার ধারা অব্যাহত রেখেছে। ইরাকে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের শেষ ঘাঁটির বিরুদ্ধে বহুমুখী অভিযানে ইরাকি সেনাবাহিনীর সঙ্গে স্বেচ্ছাসেবী যোদ্ধারাসহ কুর্দি পেশমার্গা বাহিনীও যোগ দিয়েছে।

নেইনাভা মুক্তি অভিযানের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আবদুল আমির ইয়ারাল্লাহ বলেন, আজ (শনিবার) দুপুরে আশ-শামসিয়াত গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে ৯ম আমর্ড ডিভিশন এবং কমান্ডো রেজিমেন্ট। তারা সেখানে ইরাকের পতাকা উড়িয়ে দিয়েছে বলেও আস-সুমারিয়া চ্যানেলকে জানান তিনি। আর এর মধ্যদিয়ে পূর্ব মসুলের দক্ষিণ এলাকার সব গ্রাম দায়েশ মুক্ত হলো বলেও জানান তিনি।

এদিকে, দজলা পার হয়ে অনেক দায়েশ পশ্চিম এলাকায় আশ্রয় নিয়েছে। পালিয়ে আসা ব্যক্তিদের দায়েশ কমান্ডাররা বিশ্বাসঘাতক হিসেবে অভিহিত করলে বন্দুকযুদ্ধ শুরু হয়। আধা ঘণ্টার যুদ্ধে অনেক দায়েশ হতাহত হয়েছে।

এছাড়া, ইরাকি জয়েন্ট অপারেশন্স কমান্ড বা জেওসি বলেছে,  পালিয়ে যাওয়ার সময় পূর্ব মসুলের দক্ষিণাঞ্চলের ঘরবাড়ি এবং রাস্তাঘাটে দায়েশের পেতে রাখা বোমার ফাঁদ এবং গোপন বিস্ফোরক সরানোর কাজ করছে ইরাকের ফেডারেল পুলিশ। এর আগে মসুল বিশ্ববিদ্যালয় আজ পুরোপুরি দায়েশ মুক্ত হয়েছে।# 

পার্সটুডে/মূসা রেজা/১৪