সিরিয়ার দেইর আয-যোরে নতুন করে 'আইএস' হামলা; বহু মানুষ হতাহত
-
দায়েশ জঙ্গিদের একটি দল (ফাইল ছবি)
সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আয-যোর শহরে নতুন করে হামলা চালিয়ে বহু মানুষকে হত্যা করেছে উগ্র তাকফিরি জঙ্গী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ। ব্রিটেন-ভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ খবর দিয়েছে।
এটি জানিয়েছে, রাজধানী দামেস্ক থেকে ৪৫০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত শহরটিতে দায়েশ জঙ্গিরা সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় অন্তত ছয়টি বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে সংস্থাটি জানিয়েছে।
শনিবার শহরের বাগালিয়া এলাকা থেকে চতুর্মুখী হামলা শুরু করে দায়েশ। উগ্র জঙ্গি গোষ্ঠীটির এসব হামলায় কয়েক ডজন মানুষ নিহত হয়। দায়েশের এ হামলার জের ধরে সিরিয়ার বিমান বাহিনী এই জঙ্গি গোষ্ঠীর অবস্থানগুলোতে বোমাবর্ষণ করে।
সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, দেইর আয-যোর শহরের আল-জুরা ও আল-কুসুর এলাকায় দায়েশ জঙ্গিদের নিক্ষিপ্ত মর্টার শেলের আঘাতে দুই জন নিহত ও আটজন আহত হওয়া ছাড়াও সেখানকার বেসামরিক অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে।
সিরিয়ার দেইর আয-যোর প্রদেশের বেশিরভাগ এলাকা নিয়ন্ত্রণ করছে তাকফিরি জঙ্গি গোষ্ঠী দায়েশ। এ ছাড়া সরকারি সেনা নিয়ন্ত্রিত প্রদেশের বাকি অংশ ২০১৪ সাল থেকে অবরোধ করে রেখেছে দায়েশ। তখন থেকে অবরুদ্ধ এলাকাগুলোতে বিমানের সাহায্যে মানবিক ত্রাণ পৌঁছে দিচ্ছে সিরিয়ার বিমানবাহিনী।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৫