ইরাকের মসুলে দায়েশের ড্রোন ধ্বংস করল স্বেচ্ছাসেবী বাহিনী
https://parstoday.ir/bn/news/west_asia-i31767-ইরাকের_মসুলে_দায়েশের_ড্রোন_ধ্বংস_করল_স্বেচ্ছাসেবী_বাহিনী
ইরাকের মসুলে সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের একটি পাইলট বিহীন বিমান বা ড্রোন ধ্বংস করেছে দেশটির গণস্বেচ্ছাসেবী বাহিনী। ড্রোনটি তথ্য সংগ্রহ বা অন্য কোনো উদ্দেশ্যে ওড়ানো হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। ইরাক থেকে আমাদের সংবাদদাতা এসব তথ্য জানিয়েছেন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
জানুয়ারি ২৫, ২০১৭ ২০:১৮ Asia/Dhaka
  • ইরাকের মসুলে দায়েশের ড্রোন ধ্বংস করল স্বেচ্ছাসেবী বাহিনী

ইরাকের মসুলে সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের একটি পাইলট বিহীন বিমান বা ড্রোন ধ্বংস করেছে দেশটির গণস্বেচ্ছাসেবী বাহিনী। ড্রোনটি তথ্য সংগ্রহ বা অন্য কোনো উদ্দেশ্যে ওড়ানো হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। ইরাক থেকে আমাদের সংবাদদাতা এসব তথ্য জানিয়েছেন।

ইরাকের মসুলে সন্ত্রাসীদের কাছে আরও ড্রোন রয়েছে বলে ধারণা করা হচ্ছে। মসুলের বিভিন্ন এলাকা হাতছাড়া করার পর সেখানে নির্বিচারে বহু বেসামরিক ব্যক্তিকে হত্যা করেছে দায়েশ।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক মুখপাত্র রাভিনা শামদাসানি বলেছেন, যারা দায়েশ অধ্যুষিত এলাকা থেকে পালানোর চেষ্টা করছে তাদেরকে হত্যা করছে দায়েশ। এছাড়া বেসামরিক ব্যক্তিদেরকে মানবঢাল হিসেবেও ব্যবহার করা হচ্ছে।

এদিকে, আল-আনবার প্রদেশে দায়েশ সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ২০ সন্ত্রাসী নিহত হয়েছে। মসুলে ইরাকের সরকারি ও স্বেচ্ছাসেবী বাহিনীর অভিযান শুরুর পর থেকে সেখান থেকে অনেক সন্ত্রাসী আল-আনবার প্রদেশে আশ্রয় নিয়েছে বলে খবর বেরিয়েছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৫