সিরিয়ার ঘটনাপ্রবাহ দামেস্কের অনুকূলে পরিবর্তিত হচ্ছে: প্রেসিডেন্ট আসাদ
https://parstoday.ir/bn/news/west_asia-i32641-সিরিয়ার_ঘটনাপ্রবাহ_দামেস্কের_অনুকূলে_পরিবর্তিত_হচ্ছে_প্রেসিডেন্ট_আসাদ
সিরিয়ার ঘটনাপ্রবাহ দামেস্ক ও মস্কোর অনুকূলে পরিবর্তিত হচ্ছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। বুধবার রাজধানী দামেস্কে একটি রুশ সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন। আসাদ বলেন, “আপনারা এবং আমরা যেভাবে চাই ঘটনাপ্রবাহ দ্রুতগতিতে সেভাবেই পরিবর্তিত হচ্ছে।”
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ০৯, ২০১৭ ০৬:৫৮ Asia/Dhaka
  • রুশ সংসদীয় প্রতিনিধিদলের প্রধান দিমিত্রি সাবলিন ও প্রেসিডেন্ট আসাদ
    রুশ সংসদীয় প্রতিনিধিদলের প্রধান দিমিত্রি সাবলিন ও প্রেসিডেন্ট আসাদ

সিরিয়ার ঘটনাপ্রবাহ দামেস্ক ও মস্কোর অনুকূলে পরিবর্তিত হচ্ছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। বুধবার রাজধানী দামেস্কে একটি রুশ সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন। আসাদ বলেন, “আপনারা এবং আমরা যেভাবে চাই ঘটনাপ্রবাহ দ্রুতগতিতে সেভাবেই পরিবর্তিত হচ্ছে।”

উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধে সামরিক সহযোগিতা দেয়ায় তিনি রাশিয়াকে ধন্যবাদ জানান।  এই যুদ্ধে রুশ সেনাবাহিনী যে আত্মত্যাগ করেছে তারও ভুঁয়সী প্রশংসা করেন প্রেসিডেন্ট আসাদ।

তিনি বলেন, “নিঃসন্দেহে সামরিক সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু রাশিয়ার সৈন্যরা আমাদের দেশে যে রক্ত ঝরিয়েছেন তার এক ফোঁটা রক্ত আমাদের কাছে যেকোনো সামরিক সহযোগিতার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।”

২০১৫ সালের সেপ্টেম্বর থেকে দামেস্কের অনুরোধে সাড়া দিয়ে সিরিয়ার বিদেশি মদদপুষ্ট জঙ্গিদের বিরুদ্ধে সরাসরি অভিযান শুরু করে রাশিয়া।  মস্কোর বিমান সহায়তায় সন্ত্রাস বিরোধী যুদ্ধে দ্রুত সাফল্য পেতে শুরু করে সিরিয়ার সেনাবাহিনী। সাম্প্রতিক সময়ে তাকফিরি সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধে অভাবনীয় সাফল্য পেয়েছে সিরিয়ার সরকার।

বুধবার প্রেসিডেন্ট আসাদের সঙ্গে সাক্ষাতের পর রুশ সংসদীয় প্রতিনিধিদলের প্রধান দিমিত্রি সাবলিন বলেছেন, সশস্ত্র গোষ্ঠীগুলোসহ সব বিরোধী গোষ্ঠীর সঙ্গে আলোচনায় বসতে নিজের প্রস্তুতির কথা ঘোষণা করেছেন সিরিয়ার নেতা।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৯