সিরিয়ার হোমসে সন্ত্রাসী হামলায় ৪২ জন নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i33548-সিরিয়ার_হোমসে_সন্ত্রাসী_হামলায়_৪২_জন_নিহত
সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় হোমস শহরে আলাদা বোমা হামলায় অন্তত ৪২ জন নিহত হয়েছে। গতকাল (শনিবার) এসব বোমা হামলা চালানো হয়। নিহতদের মধ্যে সিরিয়ার নিরাপত্তা বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা হোসেইন দাবুল নিহত হয়েছেন বলে কয়েকটি সংবাদ মাধ্যম জানিয়েছে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
ফেব্রুয়ারি ২৫, ২০১৭ ১৮:০৬ Asia/Dhaka
  • সিরিয়ার হোমসে সন্ত্রাসী হামলায় ৪২ জন নিহত

সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় হোমস শহরে আলাদা বোমা হামলায় অন্তত ৪২ জন নিহত হয়েছে। গতকাল (শনিবার) এসব বোমা হামলা চালানো হয়। নিহতদের মধ্যে সিরিয়ার নিরাপত্তা বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা হোসেইন দাবুল নিহত হয়েছেন বলে কয়েকটি সংবাদ মাধ্যম জানিয়েছে।

লন্ডন ভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, শহরটিতে ভোর থেকেই গোলাগুলি এবং বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। দু'টি এলাকার কেন্দ্রস্থলে অবস্থিত রাষ্ট্রীয় নিরাপত্তা এবং সামরিক গোয়েন্দা বিষয়ক কয়েকটি সদরদপ্তরে হামলা চালানো হয় বলে সংস্থাটি জানিয়েছে। হোমস শহরের বেশিভাগ অংশ সিরিয়ার সরকারি বাহিনী নিয়ন্ত্রণ করছে। উগ্র তাকফিরি গোষ্ঠী আন-নুসরা গোষ্ঠীটি পরবর্তীতে এসব হামলার দায়িত্ব স্বীকার করেছে। 

এদিকে, সিরিয়া সংকট নিরসনের লক্ষ্যে জাতিসংঘের সমর্থনে সুইজারল্যান্ডের জেনেভায় দামেস্ক সরকার এবং বিদেশী মদদপুষ্ট বিরোধী গোষ্ঠীর মধ্যে নতুন করে শান্তি আলোচনা শুরু হয়েছে।#

পার্সটুডে/বাবুল আখতার/২৫