লিবিয়ায় রাশিয়ার কোনো সামরিক বিশেষজ্ঞ নেই: মস্কো
-
অশান্ত লিবিয়া (ফাইল ফটো)
লিবিয়ায় রাশিয়ার কোনো সামরিক বিশেষজ্ঞ মোতায়েন করা হয় নি। লিবিয়ার সমঝোতা সংক্রান্ত রুশ কন্টাক্ট গ্রুপের প্রধান লেভ দেনগোভ এ কথা বলেছেন। লিবিয়ায় রুশ সামরিক বিশেষজ্ঞদের উপস্থিতি নিয়ে সংবাদ মাধ্যমে খবর প্রকাশের পর এ কথা বললেন দেনগোভ।
তিনি বলেন, "লিবিয়ায় আমাদের কোনো সামরিক বিশেষজ্ঞ নেই। এ নিয়ে যেসব খবর প্রকাশিত হয়েছে তা সত্য নয়।"
পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক ইউরোপিয়ান পরিষদের ওয়েবসাইটে প্রকাশিত এক নিবন্ধে রুশ বিশেষজ্ঞ মোতায়েনের দাবি করা হয়েছে। এতে বলা হয়, লিবিয়ায় কেবল রুশ সেনা মোতায়েনই করা হয় নি বরং রুশ সশস্ত্র ব্যক্তিরা দেশটিতে যুদ্ধ করছে।
মার্চের মাঝামাঝি প্রকাশিত রয়টার্সের একটি খবরের বরাত দেয়া হয়েছে এ নিবন্ধে। খবরে বলা হয়েছে, লিবিয়ার সীমান্তবর্তী মিশরের বিমান ঘাঁটিতে মোতায়েন করা হয়েছে রুশ কমান্ডো। কিন্তু লেভ দেনগোভ বলেন, রাশিয়া কিংবা সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের কোনো নাগরিক লিবিয়ায় লড়াই করছে না। লিবিয়ার রাষ্ট্রীয় নিরাপত্তা বিষয়ক কমিটির প্রতিনিধি তাকে এ তথ্য দিয়েছেন বলেও জানান দেনগোভ।
২০১১ সালে লিবিয়ার একনায়ক মোয়াম্মার গাদ্দাফিকে উৎখাতের পর থেকেই দেশটিতে অস্থিতিশীলতা চলছে। মার্কিন নেতৃত্বাধীন ন্যাটোর হস্তক্ষেপের মাধ্যমে গাদ্দাফিকে উৎখাত করা হয়েছিল।#
পার্সটুডে/মূসা রেজা/৪