দায়েশের বিরুদ্ধে যুদ্ধ করতে দিচ্ছে না আমেরিকা: হিজবুল্লাহ
https://parstoday.ir/bn/news/west_asia-i47209
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, মধ্যপ্রাচ্যে তৎপর উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ নির্মূল হোক তা চায় না আমেরিকা। মার্কিন সরকার সিরিয়ায় অবস্থিত দায়েশের ঘাঁটিগুলোতে এই জঙ্গি গোষ্ঠীকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে বলেও তিনি অভিযোগ করেছেন।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
অক্টোবর ০৯, ২০১৭ ১০:১৭ Asia/Dhaka
  • হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ
    হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, মধ্যপ্রাচ্যে তৎপর উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ নির্মূল হোক তা চায় না আমেরিকা। মার্কিন সরকার সিরিয়ায় অবস্থিত দায়েশের ঘাঁটিগুলোতে এই জঙ্গি গোষ্ঠীকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে বলেও তিনি অভিযোগ করেছেন।

লেবাননের বেকা অঞ্চলের আল-আইন শহরে হিজবুল্লাহর দুই শহীদ যোদ্ধার দাফন অনুষ্ঠানে অংশ নিয়ে সাইয়্যেদ নাসরুল্লাহ এসব কথা বলেন।  গত সপ্তাহে সিরিয়ায় দায়েশ বিরোধী যুদ্ধে হিজবুল্লাহর অন্যতম কমান্ডার আলী আল-হাদি আল-আশেক ও এই আন্দোলনের যোদ্ধা মোহাম্মাদ নাসেরদিন শহীদ হন।

হিজবুল্লাহ মহাসচিব বলেন, “আমেরিকা বিশ্বের একমাত্র দেশ যে চায় না দায়েশ পুরোপুরি নির্মূল হয়ে যাক।” তিনি আরো বলেন, সিরিয়ার রাকা শহরে দায়েশের ঘাঁটিগুলোর পাশাপাশি জর্দান সীমান্তে অবস্থিত দায়েশের আরেকটি ঘাঁটির মাধ্যমে এই জঙ্গি গোষ্ঠীকে সহযোগিতা করছে আমেরিকা। মার্কিন সরকারই জর্দানে প্রশিক্ষণ দিয়ে দায়েশকে সিরিয়ায় ঢুকিয়ে দিয়েছিল।

গরম পানিতে চুবিয়ে বন্দিদের হত্যা করছে দায়েশ (ফাইল ছবি)

সাইয়্যেদ নাসরুল্লাহ বলেন, সিরিয়ায় দায়েশের অবস্থানগুলোর দিকে সেদেশের সেনাবাহিনীকে অগ্রাভিযান চালাতে দিচ্ছে না মার্কিন বিমান বাহিনী। তারা দায়েশের অবস্থানে হামলা চালানোর নামে সিরিয়ার সেনা অবস্থানে হামলা চালাচ্ছে।

তবে আমেরিকার এ প্রচেষ্টা সত্ত্বেও দায়েশ বিরোধী যুদ্ধ অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন হিজবুল্লাহর মহাসচিব। তিনি বলেন, দায়েশের বিরুদ্ধে অভিযান বন্ধ করা হলে এই জঙ্গি গোষ্ঠী আবার সন্ত্রাসবাদ ও গণহত্যা শুরু করবে।  আন্তর্জাতিক গণমাধ্যমে আইএস নামে পরিচিতি পেয়েছে দায়েশ।

সিরিয়ায় উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াই করছে লেবাননের হিজবুল্লাহ। বিশেষ করে লেবাননে দায়েশের অনুপ্রবেশ রুখতে সিরিয়া-লেবানন সীমান্ত জুড়ে শক্ত অবস্থান নিয়েছে এই প্রতিরোধ আন্দোলন। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৯