তেলের দাম পড়ে যাওয়ায় ওপেক দেশগুলো গচ্ছা দিল ১ ট্রিলিয়ন ডলার
https://parstoday.ir/bn/news/west_asia-i47583-তেলের_দাম_পড়ে_যাওয়ায়_ওপেক_দেশগুলো_গচ্ছা_দিল_১_ট্রিলিয়ন_ডলার
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম পড়ে যাওয়ায় 'ওপেক'ভুক্ত দেশগুলোর ১ ট্রিলিয়ন ডলারের চেয়ে বেশি আর্থিক ক্ষতি হয়েছে। ২০১৪ সালের মাঝামাঝি অপরিশোধিত জ্বালানি তেলের দাম অর্ধেকের চেয়ে বেশি হ্রাস পাওয়ায় এ তেল রফতানিকারী দেশগুলোর সংস্থা ওপেকভুক্ত দেশগুলোর এ ব্যাপক পরিমাণে অর্থ ক্ষতি হয়।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
অক্টোবর ১৬, ২০১৭ ১৯:২৭ Asia/Dhaka
  • তেলের দাম পড়ে যাওয়ায় ওপেক দেশগুলো গচ্ছা দিল ১ ট্রিলিয়ন ডলার

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম পড়ে যাওয়ায় 'ওপেক'ভুক্ত দেশগুলোর ১ ট্রিলিয়ন ডলারের চেয়ে বেশি আর্থিক ক্ষতি হয়েছে। ২০১৪ সালের মাঝামাঝি অপরিশোধিত জ্বালানি তেলের দাম অর্ধেকের চেয়ে বেশি হ্রাস পাওয়ায় এ তেল রফতানিকারী দেশগুলোর সংস্থা ওপেকভুক্ত দেশগুলোর এ ব্যাপক পরিমাণে অর্থ ক্ষতি হয়।

ওপেক মহাসচিব মোহাম্মদ বারকিদো কুয়েতে আরো বলেন, গত দুই বছর ধরে জ্বালানি তেল খাতে বিনিয়োগ কমে গেছে। পাশাপাশি তেলরাজস্বও হ্রাস পেয়েছে বলেও জানান তিনি।

জ্বালানি তেল দাম নিয়ে আশার বাণীও শোনান তিনি। তিনি বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে 'স্বাস্থ্যকর গতিতেই' জ্বালানি তেলের দাম বাড়বে।#

পার্সটুডে/মূসা রেজা/১৬