প্রতিরোধ সংগ্রামের সাফল্য; ক্ষোভে ফেটে পড়ছে ইহুদিবাদী ইসরাইল
-
ইসরাইলি যুদ্ধমন্ত্রী এভিগডোর লিবারম্যান
ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধমন্ত্রী এভিগডোর লিবারম্যান সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে ইরান, সিরিয়া ও লেবাননের হিজবুল্লাহর বিজয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
ইসরাইল সফররত রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শুইগু'র সঙ্গে বৈঠকে তিনি বলেছেন, ইসরাইল সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে না। কিন্তু সিরিয়ার মাটি ব্যবহার করে ইরান ও লেবাননের হিজবুল্লাহ ইসরাইলের জন্য হুমকি সৃষ্টি করছে বলে তিনি দাবি করেন।
ইসরাইল এমন সময় সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার দাবি করেছে যখন গতকালও (সোমবার) দামেস্কের অদূরে সিরিয়ার একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ওপর জঙ্গি বিমানের সাহায্যে হামলা চালিয়েছে তেল আবিব।
সিরিয়ায় তৎপর সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সহযোগিতা করতেই মাঝে মধ্যেই এ ধরনের হামলা চালায় ইসরাইল।

সিরিয়ায় সন্ত্রাসবাদ দমনে রাশিয়া, ইরান ও লেবাননের হিজবুল্লাহ একসঙ্গে কাজ করছে এবং ব্যাপক সাফল্য পেয়েছে। এ কারণে গত ২৩ আগস্ট রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বলেছেন, ইরান এবং হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরাইলের দাবিগুলো হাস্যকর। কারণ সিরিয়ায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ করছে রাশিয়া, ইরান ও হিজবুল্লাহ।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৭