রাকায় সরকারি বাহিনীর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে: সিরিয়ার তথ্যমন্ত্রী
https://parstoday.ir/bn/news/west_asia-i47791-রাকায়_সরকারি_বাহিনীর_নিয়ন্ত্রণ_প্রতিষ্ঠা_করতে_হবে_সিরিয়ার_তথ্যমন্ত্রী
সিরিয়ার তথ্যমন্ত্রী মোহাম্মাদ রামেজ তুর্জমান বলেছেন, রাকায় সরকারি বাহিনীর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হলেই কেবল তা মুক্ত অঞ্চল হিসেবে গণ্য হবে। গত ১৭ অক্টোবর সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের প্রধান ঘাঁটি হিসেবে পরিচিত রাকা অঞ্চল মার্কিন সমর্থিত কুর্দিদের পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
অক্টোবর ২৩, ২০১৭ ১৯:৫১ Asia/Dhaka
  • মোহাম্মাদ রামেজ তুর্জমান
    মোহাম্মাদ রামেজ তুর্জমান

সিরিয়ার তথ্যমন্ত্রী মোহাম্মাদ রামেজ তুর্জমান বলেছেন, রাকায় সরকারি বাহিনীর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হলেই কেবল তা মুক্ত অঞ্চল হিসেবে গণ্য হবে। গত ১৭ অক্টোবর সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের প্রধান ঘাঁটি হিসেবে পরিচিত রাকা অঞ্চল মার্কিন সমর্থিত কুর্দিদের পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে।

সিরিয়ার তথ্যমন্ত্রী রুশ বার্তা সংস্থা স্পুৎনিককে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, সিরিয়ার সরকার কেবল ওই সব অঞ্চলকেই মুক্ত অঞ্চল হিসেবে মনে করে যেখানে সরকারি বাহিনীর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে এবং জাতীয় পতাকা উড্ডয়ন করা হয়েছে। তিনি আরও বলেছেন, রাকায় দায়েশের পরাজয় একটি ইতিবাচক ঘটনা। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো সিরিয়ার সেনাবাহিনীর হাতে ওই এলাকার নিয়ন্ত্রণ ছেড়ে দিতে হবে। দায়েশের বাইরের অন্য সন্ত্রাসী গোষ্ঠীগুলোকেও ওই এলাকা ছাড়তে হবে। 

বিধ্বস্ত রাকা শহর

তিনি বলেন, কিছু দেশ রাকায় অর্জিত বিজয়কে ধ্বংস করতে চাইছে। সৌদি আরব ও আমেরিকার পাশাপাশি কিছু দেশ রাকাসহ বিভিন্ন এলাকায় পুনর্গঠন তৎপরতা চালানোর কথা বলছে। কিন্তু তাদের এসব বক্তব্যের সঙ্গে সিরিয়ার সরকার একমত নয়।

সিরিয়ার তথ্যমন্ত্রী আরও বলেছেন, ইদবিলে তুর্কি সেনা এবং কোনো কোনো সীমান্ত এলাকায় মার্কিন সেনা মোতায়েনের ঘটনা প্রকাশ্য আগ্রাসন।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২১