২ সন্তানকে সৌদিতে রেখেই ফ্রান্সে গেলেন সাদ হারিরি
https://parstoday.ir/bn/news/west_asia-i48518-২_সন্তানকে_সৌদিতে_রেখেই_ফ্রান্সে_গেলেন_সাদ_হারিরি
লেবাননের পদত্যাগী প্রধানমন্ত্রী সাদ হারিরি আজ (শনিবার) ফ্রান্সে পৌঁছেছেন। প্যারিসে ফরাসি প্রেসিডেন্ট ম্যাকরনের সঙ্গে তিনি বৈঠক করেছেন। স্ত্রী সঙ্গে থাকলেও ছোট দুই সন্তানকে সৌদি আরবেই রেখে গেছেন হারিরি। সৌদি আরব পদত্যাগে বাধ্য করে সাদ হারিরিকে গৃহবন্দী করে রেখেছে বলে অভিযোগ ওঠার পর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের আমন্ত্রণে তিনি প্যারিস গেলেন।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
নভেম্বর ১৮, ২০১৭ ১৭:১৮ Asia/Dhaka
  • সাদ হারিরি
    সাদ হারিরি

লেবাননের পদত্যাগী প্রধানমন্ত্রী সাদ হারিরি আজ (শনিবার) ফ্রান্সে পৌঁছেছেন। প্যারিসে ফরাসি প্রেসিডেন্ট ম্যাকরনের সঙ্গে তিনি বৈঠক করেছেন। স্ত্রী সঙ্গে থাকলেও ছোট দুই সন্তানকে সৌদি আরবেই রেখে গেছেন হারিরি। সৌদি আরব পদত্যাগে বাধ্য করে সাদ হারিরিকে গৃহবন্দী করে রেখেছে বলে অভিযোগ ওঠার পর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের আমন্ত্রণে তিনি প্যারিস গেলেন।

তবে হারিরিকে ঘিরে সন্দেহের অবসান এখনও হয় নি। কারণ অনেক বিশ্লেষক বলছেন, সাদ হারিরিকে নিয়ন্ত্রণে রাখতে তার দুই সন্তানকে নিজেদের কাছে রেখে দিয়েছে সৌদি রাজপরিবার। এ কারণে প্রকৃত ঘটনা আড়ালেই থেকে যাবে বলে তারা ধারণা করছেন।

ম্যাকরনের সঙ্গে হারিরি (ফাইল ফটো)

হারিরি'র ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, তার দুই সন্তান লুলওয়া ও আব্দুল আজিজের পরীক্ষা থাকায় তারা সৌদি আরবেই থেকে গেছে। হারিরি তার সন্তানদেরকে চলমান রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে জড়াতে চান না বলেও ওই সূত্র থেকে দাবি করা হয়েছে। তবে সাদ হারিরির বড় ছেলে হুসসাম লন্ডন থেকে সরাসরি প্যারিসে গিয়ে বাবা-মার সঙ্গে দেখা করবে বলে জানানো হয়েছে।

সাদ হারিরি গত ৪ নভেম্বর সৌদি আরব সফরে গিয়ে একটি টিভি চ্যানেলের মাধ্যমে আকস্মিকভাবে পদত্যাগের ঘোষণা দেন। বিদেশ সফরে গিয়ে রাষ্ট্রের শীর্ষ পদ থেকে ইস্তফা দেয়ার নজির বিরল।

লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন বলেছেন, সাদ হারিরি দেশে ফিরে আসার পর তার পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত হবে। সৌদি রাজপরিবার তাকে গৃহবন্দী করে রেখেছে বলেও লেবাননের সরকারের পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৮