গোপনে কুর্দি গেরিলাদের বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিচ্ছে আমেরিকা
https://parstoday.ir/bn/news/west_asia-i51491-গোপনে_কুর্দি_গেরিলাদের_বিমান_বিধ্বংসী_ক্ষেপণাস্ত্র_দিচ্ছে_আমেরিকা
সিরিয়ার কুর্দি গেরিলাদেরকে গোপনে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে আমেরিকা। রুশ বার্তা সংস্থা স্পুতনিক জানিয়েছে, গত সপ্তাহে সিরিয়ার ইদলিব প্রদেশের আফরিন এলাকায় কুর্দি গেরিলাদের হাতে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের একটি চালান পাঠিয়েছে আমেরিকা।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
জানুয়ারি ১৭, ২০১৮ ১৭:৪৯ Asia/Dhaka
  • সিরিয়ার একজন কুর্দি গেরিলা
    সিরিয়ার একজন কুর্দি গেরিলা

সিরিয়ার কুর্দি গেরিলাদেরকে গোপনে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে আমেরিকা। রুশ বার্তা সংস্থা স্পুতনিক জানিয়েছে, গত সপ্তাহে সিরিয়ার ইদলিব প্রদেশের আফরিন এলাকায় কুর্দি গেরিলাদের হাতে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের একটি চালান পাঠিয়েছে আমেরিকা।

এসব ক্ষেপণাস্ত্র সহজেই স্থানান্তরযোগ্য বলে জানানো হয়েছে। বলা হচ্ছে, আত্মরক্ষার্থে এসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে কুর্দি গেরিলারা। আমেরিকা সিরিয়ার কুর্দি গেরিলাদের নিয়ে ৩০ হাজার সদস্যের একটি সীমান্তরক্ষী বাহিনী গঠনের ঘোষণা দেয়ার পর বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সরবরাহের খবর এলো।

তুরস্ক প্রথম থেকেই কুর্দি গেরিলাদেরকে অস্ত্র দেয়ার বিরোধিতা করে আসছে। মার্কিন সমর্থিত কুর্দি গেরিলা গোষ্ঠী এসডিএফ সিরিয়ার তুর্কি সীমান্তের বিশাল এলাকা দখল করে রেখেছে। এসডিএফ মূলত কুর্দি গেরিলা গোষ্ঠী ওয়াইপিজি'র একটি অঙ্গসংগঠন। তুরস্ক ওয়াইপিজি-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে গণ্য করে।

ওয়াইপিজি-র সঙ্গে কোনো ধরনের সহযোগিতা না করতে এর আগে মিত্র দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন এর্দোগান।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৭