কুর্দি গেরিলাদের হাতে তুরস্কের আরো ৫ সেনা নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i52465-কুর্দি_গেরিলাদের_হাতে_তুরস্কের_আরো_৫_সেনা_নিহত
তুরস্কের সামরিক বাহিনী জানিয়েছে, সিরিয়ার কুর্দি পিপল’স প্রোটেকশন ইউনিট বা ওয়াইপিজি গেরিলাদের হাতে পাঁচ তুর্কি সেনা নিহত হয়েছে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
ফেব্রুয়ারি ০৪, ২০১৮ ১৩:০৪ Asia/Dhaka
  • তুর্কি সেনা
    তুর্কি সেনা

তুরস্কের সামরিক বাহিনী জানিয়েছে, সিরিয়ার কুর্দি পিপল’স প্রোটেকশন ইউনিট বা ওয়াইপিজি গেরিলাদের হাতে পাঁচ তুর্কি সেনা নিহত হয়েছে।

গতকাল (শনিবার) এক বিবৃতিতে তুর্কি সামরিক বাহিনী জানিয়েছে, সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আফরিন এলাকায় চলমান সামরিক অভিযানের সময় একটি ট্যাংকের ওপর কুর্দি গেরিলারা হামলা চালালে তুরস্কের এসব সেনা নিহত হয়। মার্কিন সমর্থিত কুর্দি গেরিলাদেরকে নির্মূল করার জন্য গত ২০ জানুয়ারি থেকে আফরিনে তুর্কি সেনারা ‘অপারেশন অলিভ ব্রাঞ্চ’ নামে সামরিক অভিযান চালাচ্ছে।

নিহত কুর্দি গেরিলাদের আত্মীয়-স্বজনের কান্না

সিরিয়ার কুর্দি গেরিলা সংগঠন ওয়াইপিজি-কে তুরস্কের কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে’র শাখা মনে করে আংকারা। পিকেকে ১৯৮৪ সাল থেকে আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সশস্ত্র লড়াই করে আসছে।

আফরিনে চলমান অভিযানের মধ্যেই তুরস্ক সতর্ক করে বলেছে, এ অভিযান আরো এলাকায় বিস্তৃত হতে পারে। কুর্দি গেরিলাদের বিরুদ্ধে লড়াইয়ে তুর্কি সরকার সিরিয়ার কথিত ফ্রি সিরিয়ান আর্মি বা এফএসএ’র সহযোগিতা নিচ্ছে। সিরিয়া সংকট শুরুর প্রথম দিকে যেসব গোষ্ঠী প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে সশস্ত্র সহিংসতা শুরু করেছিল এফএসএ  তার অন্যতম।#    

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৪