সিরিয়ায় বেসামরিক এলাকায় আবারও মার্কিন হামলা; নিহত ১২
-
মার্কিন জঙ্গিবিমান (ফাইল ফটো)
সিরিয়ার দেইর আজ-জৌর প্রদেশে মার্কিন বিমান হামলায় অন্তত ১২ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। গতকাল (বুধবার) প্রদেশের ‘হাজিন’ এলাকায় এ হামলা চালানো হয়। এতে আহত হয় আরও অনেকে।
এর একদিন আগেই দেইর আজ-জৌরের আল-বাহরা গ্রামে মার্কিন নেতৃত্বাধীন জোটের হামলায় অন্তত ১২ জন প্রাণ হারায়।
লন্ডন ভিত্তিক এয়ারওয়ার্স অর্গানাইজেশন সম্প্রতি জানিয়েছে, ইরাক ও সিরিয়ায় এ ধরনের মার্কিন হামলায় অন্তত পাঁচ হাজার ৯৬১ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে।
মানবাধিকার সংগঠন বলে দাবিদার ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস গত ২৩ নভেম্বর জানিয়েছে, ৩৮ মাসে সিরিয়ার বেসামরিক এলাকায় মার্কিন বিমান হামলায় দুই হাজার ৭৫৯ জন বেসামরিক ব্যক্তি প্রাণ হারিয়েছে। এর মধ্যে ৬৪৪টি শিশু ও ৪৭০ জন মহিলা রয়েছে।
সিরিয়া সরকারের কোনো অনুমতি না নিয়েই সিরিয়ায় প্রবেশ করেছে মার্কিন বাহিনী। দেশটির সার্বভৌমত্ব লঙ্ঘনের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে এ পর্যন্ত বহু বার জাতিসংঘের কাছে চিঠি দিয়েছে সিরিয়া সরকার।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২২