পিকেকের ৩৮ গেরিলাকে 'নিষ্ক্রিয়' করেছে তুর্কি যুদ্ধবিমান
মার্চ ২১, ২০১৮ ১৭:০৮ Asia/Dhaka
তুর্কি যুদ্ধবিমান ইরাকের উত্তরাঞ্চলে তৎপর কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে'র ৩৮ গেরিলাকে 'নিষ্ক্রিয়' করে দিয়েছে। তুরস্কের নিরাপত্তা সূত্র থেকে দাবি করা হয়েছে, এ সব গেরিলারা তুর্কি সেনাবাহিনীর ওপর হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল।

এতে আরো বলা হয়, পিকেকে গেরিলাদের অন্তত ১৫ গুহা এবং ৩০টি আস্তানাও ধ্বংস করে দেয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে তুর্কি সংবাদ সংস্থা আন্দালু আজ (বুধবার) এ খবর দিয়েছে। চলতি মাসের ১০ তারিখ থেকে পিকেকের শিবিরগুলোর বিরুদ্ধে যে অভিযান চালানো হচ্ছে তার অংশ হিসেবে এ সব গেরিলাকে 'নিষ্ক্রিয়' করে দেয়া হয়।
পিকেকে গেরিলাদের নিহত বা বন্দি হওয়া কিংবা আত্মসমর্পণ করা ঝোঝাতে 'নিষ্ক্রিয়' শব্দ ব্যবহার করে তুর্কি কর্তৃপক্ষ।#
পার্সটুডে/মূসা রেজা/২১
ট্যাগ