সিরিয়ায় জিতেছে আসাদ, হেরেছে ট্রাম্প ও মার্কিন সরকার: ফরেন পলিসি
-
সিরিয়ার দারায় সরকারি-সেনাদের বিজয়-উল্লাস
মার্কিন সাময়িকী ফরেন পলিসি সিরিয়ায় সরকারি সেনাদের সাম্প্রতিক বিজয় অভিযানগুলোর দিকে ইঙ্গিত করে লিখেছে, দেশটিতে জিতে গেছেন প্রেসিডেন্ট বাশার আসাদ ও ট্রাম্পের মার্কিন সরকারের ঘটেছে পরাজয় ।
সিরিয়ার দক্ষিণাঞ্চলে 'দার-আ' শহরে সরকারি সেনাদের বিজয়ের কথা তুলে ধরে ফরেন পলিসি লিখেছে, বাশার আসাদের পতন ঘটার কথা থাকলেও ইরান, রাশিয়া ও হিজবুল্লাহর সহযোগিতায় তিনি 'জনগণের (সন্ত্রাসীদের) ওপর' কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন। এসব বিষয় সহজেই ভুলে যাওয়ার মত বিষয় নয় বলে এই সাময়িকী উল্লেখ করেছে।
মার্কিন সরকারের ক্ষমতা ও প্রভাব যে ম্লান হয়ে গেছে সিরিয়ার ঘটনাবলী তা নগ্নভাবে তুলে ধরেছে এবং তা এই প্রক্রিয়াকে ত্বরান্বিত করেছে বলে ফরেন পলিসি মন্তব্য করেছে।
ইরানের বিশিষ্ট আলেম ও তেহরানের জুমা নামাজের অস্থায়ী খতিব হুজ্জাতুল ইসলাম কাযেম সিদ্দিকিও আজ (শুক্রবার) বলেছেন, সন্ত্রাসীদের সঙ্গে যুদ্ধে সিরিয় সরকারি বাহিনী ও ইয়েমেনি বাহিনীর অব্যাহত বিজয় স্বাধীনতা বা মুক্তিরই বিজয় এবং তা মার্কিন সরকার ও দখলদার ইসরাইলিদের পরাজয়। সৌদি-মদদপুষ্ট সন্ত্রাসীদের ওপর খুব শিগগিরই চূড়ান্ত আঘাত হানা হবে বলে হুজ্জাতুল ইসলাম কাযেম সিদ্দিকি উল্লেখ করেছেন। #
পার্সটুডে/এমএইচ/৩