মহররমের শোক প্রকাশের তাঁবু ছিঁড়ে ফেলেছে সৌদি আরব
(last modified Thu, 13 Sep 2018 15:04:15 GMT )
সেপ্টেম্বর ১৩, ২০১৮ ২১:০৪ Asia/Dhaka
  • ভেঙে দেয়া শিয়া মুসলমানদের তাঁবু
    ভেঙে দেয়া শিয়া মুসলমানদের তাঁবু

সৌদি আরবের শিয়া অধ্যুষিত কাতিফ অঞ্চলে পবিত্র মহররমের শোক প্রকাশের জন্য স্থাপিত শিয়া মুসলমানদের বহুসংখ্যক তাঁবু ছিঁড়ে ফেলেছে দেশটির সেনারা। সৌদি আরবের নাগরিকরা সামাজিক যোগাযোগের মাধ্যমে এ খবর জানিয়েছেন।

গত মঙ্গলবার মহররম মাস শুরুর পর থেকে এ পর্যন্ত সৌদি সেনারা কাতিফ অঞ্চলে অন্তত ২০টি তাঁবু ছিঁড়ে ফেলেছে। শিয়া মুসলমানদের ব্যবহার করা নানা চিহ্নও মুছে ফেলেছে তারা। সৌদি সেনার দাবি করেছে, এগুলো এক ধরনের দূষণ সৃষ্টি করছে। সৌদি সেনাদের অভিযানের পর সোশ্যাল অ্যাক্টিভিস্টরা সামাজিক যোগাযোগের মাধ্যমে এ সম্পর্কিত নানা ছবি শেয়ার করছেন।

ভেঙে দেয়া শিয়া মুসলমানদের তাঁবু

শিয়া মাজহাবের তৃতীয় ইমাম এবং মহানবী হযরত মুহাম্মাদ (স)’র নাতি ইমাম হোসেইন (আ)-এর শাহাদাতের বার্ষিকী উপলক্ষে শোক প্রকাশের জন্য শিয়া মুসলমানেরা নানা কর্মসূচি পালন করে থাকেন। ৬৮০ খ্রিস্টাব্দে কারবালার প্রান্তরে ৭২ সঙ্গীসহ হযরত ইমাম হোসেইনকে (আ) শহীদ করে জালিম ও স্বৈরশাসক ইয়াজিদের সেনারা। কারবালার এ ঘটনাকে প্রথিবীর ইতিহাসে অত্যন্ত নির্মম ঘটনা বলে মনে করা হয়।#  

পার্সটুডে/এসআইবি/১৩