সানা বিমানবন্দর খুলে দিতে একমত হয়েছে ইয়েমেনের দুই পক্ষ
https://parstoday.ir/bn/news/west_asia-i66548-সানা_বিমানবন্দর_খুলে_দিতে_একমত_হয়েছে_ইয়েমেনের_দুই_পক্ষ
ইয়েমেনের যুদ্ধরত দুই পক্ষ রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দর খুলে দিতে একমত হয়েছে বলে খবর পাওয়া গেছে। গত বছরের নভেম্বর মাসে সৌদি আরবের কয়েক দফা হামলার পর বিমানবন্দরটি বন্ধ করে দেয়া হয়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ১৩, ২০১৮ ১৭:১৮ Asia/Dhaka
  • সানা বিমানবন্দর খুলে দেয়ার বিষয়ে ঐকমত্যে আসার পর ইয়েমেনের দুই পক্ষকে নিয়ে জাতিসংঘ কর্মকর্তার উল্লাস
    সানা বিমানবন্দর খুলে দেয়ার বিষয়ে ঐকমত্যে আসার পর ইয়েমেনের দুই পক্ষকে নিয়ে জাতিসংঘ কর্মকর্তার উল্লাস

ইয়েমেনের যুদ্ধরত দুই পক্ষ রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দর খুলে দিতে একমত হয়েছে বলে খবর পাওয়া গেছে। গত বছরের নভেম্বর মাসে সৌদি আরবের কয়েক দফা হামলার পর বিমানবন্দরটি বন্ধ করে দেয়া হয়।

সুইডেনের রাজধানী স্টকহোমে আলোচনার এক পর্যায়ে গতকাল (বুধবার) জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন ও পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির অনুগতরা এ বিমানবন্দর খোলার বিষয়ে ঐকমত্যে আসে। এ সিদ্ধান্তের ফলে সানা বিমানবন্দর থেকে দেশের ভেতরে ফ্লাইট পরিচালনা করা সম্ভব হবে। সুইডেনে চলমান আলোচনার সঙ্গে ঘনিষ্ঠ কয়েকটি সূত্র এ খবর নিশ্চিত করেছে।

ইয়েমেনে সৌদি আগ্রাসন

সূত্রগুলো বলছে, আন্তর্জাতিক ফ্লাইট সানা বিমানবন্দরে যাওয়ার আগে মানসুর হাদির অনুগতদের নিয়ন্ত্রণে থাকা এডেন অথবা সাইয়ুন বিমানবন্দরে অবতরণ করবে এবং পরিস্থিতি যাচাই করে নেবে। সানা যদিও হুথিদের নিয়ন্ত্রণে রয়েছে তবে সৌদি হামলার কারণে তা অনেকটা ব্যবহারের অনুপযুক্ত হয়ে পড়েছে।

২০১৫ সালের ২৬ মার্চ থেকে সৌদি আরব ও তার মিত্র কয়েকটি আরব দেশ ইয়েমেনে সামরিক আগ্রাসন চালাচ্ছে। নতুন এক প্রতিবেদনে বলা হচ্ছে-আগ্রাসনের ফলে ২০১৬ সালের জানুয়ারি থেকে চলতি বছরের নভেম্বর মাস পর্যন্ত ৬০ হাজার ২২৩ জন নিহত হয়েছে। এর মধ্যে অর্ধেক মানুষ চলতি বছরেই মারা গেছে।#   

পার্সটুডে/এসআইবি/১৩