ইসরাইলকে থামান: লেবাননের প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/west_asia-i67982-ইসরাইলকে_থামান_লেবাননের_প্রধানমন্ত্রী
লেবাননের প্রধানমন্ত্রী সাদ আল হারিরি বলেছেন, ইহুদিবাদী ইসরাইল প্রতিনিয়ত আগ্রাসন চালাচ্ছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৭০১ নম্বর ইশতেহার অনুযায়ী এ আগ্রাসন বন্ধে আন্তর্জাতিক সমাজকেই পদক্ষেপ নিতে হবে। দক্ষিণ লেবাননে মোতায়েন জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর কমান্ডার স্টিফেন ডেল কোল'র সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
ফেব্রুয়ারি ০৯, ২০১৯ ১৭:১৬ Asia/Dhaka
  • সাদ আল হারিরি
    সাদ আল হারিরি

লেবাননের প্রধানমন্ত্রী সাদ আল হারিরি বলেছেন, ইহুদিবাদী ইসরাইল প্রতিনিয়ত আগ্রাসন চালাচ্ছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৭০১ নম্বর ইশতেহার অনুযায়ী এ আগ্রাসন বন্ধে আন্তর্জাতিক সমাজকেই পদক্ষেপ নিতে হবে। দক্ষিণ লেবাননে মোতায়েন জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর কমান্ডার স্টিফেন ডেল কোল'র সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেছেন, ইসরাইল প্রতিদিনই আমাদের আকাশ ও পানি সীমা লঙ্ঘন করছে। লেবানন নিরাপত্তা পরিষদের ১৭০১ নম্বর ইশতেহার পুরোপুরি বাস্তবায়ন করলেও ইসরাইল সেখানে উত্তেজনা ছড়িয়ে দিচ্ছে। এ পরিস্থিতি কল্যাণকর নয়।

২০০৬ সালে লেবাননের সঙ্গে ৩৩ দিনের যুদ্ধের পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ১৭০১ নম্বর ইশতেহার অনুমোদন করে। এই ইশতেহারে লেবাননের বিরুদ্ধে ইসরাইলের যেকোনো আগ্রাসী পদক্ষেপকে নিষিদ্ধ করা হয়েছে।

কিন্তু ইসরাইল  নিরাপত্তা পরিষদের ওই ইশতেহারকে গুরুত্ব না দিয়ে একের পর এক লেবাননের আকাশ, পানি ও স্থল সীমা লঙ্ঘন করে যাচ্ছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৯