'আবু ধাবি ও দুবাই'র এক-তৃতীয়াংশ অন্ধকারে ডুবিয়ে দিতে পারে কাতার'
https://parstoday.ir/bn/news/west_asia-i69413-'আবু_ধাবি_ও_দুবাই'র_এক_তৃতীয়াংশ_অন্ধকারে_ডুবিয়ে_দিতে_পারে_কাতার'
কাতারের সংসদ স্পিকার আহমাদ আলে মাহমুদ বলেছেন, কাতার সংযুক্ত আরব আমিরাতে গ্যাস রপ্তানি বন্ধ করে দিলে আবু ধাবি ও দুবাইয়ের এক-তৃতীয়াংশ অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়বে। কাতারের রাজধানী দোহায় বিশ্বের স্বাধীন দেশগুলোর সংসদীয় ফোরাম আন্তঃসংসদীয় ইউনিয়ন বা আইপিইউ'র সাধারণ পরিষদের বৈঠক উপলক্ষে রুশ টিভি চ্যানেল রাশাটুডে-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ০৮, ২০১৯ ১৭:২৩ Asia/Dhaka
  • আহমাদ আলে মাহমুদ
    আহমাদ আলে মাহমুদ

কাতারের সংসদ স্পিকার আহমাদ আলে মাহমুদ বলেছেন, কাতার সংযুক্ত আরব আমিরাতে গ্যাস রপ্তানি বন্ধ করে দিলে আবু ধাবি ও দুবাইয়ের এক-তৃতীয়াংশ অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়বে। কাতারের রাজধানী দোহায় বিশ্বের স্বাধীন দেশগুলোর সংসদীয় ফোরাম আন্তঃসংসদীয় ইউনিয়ন বা আইপিইউ'র সাধারণ পরিষদের বৈঠক উপলক্ষে রুশ টিভি চ্যানেল রাশাটুডে-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেছেন।

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর আইপিইউ'র সাধারণ পরিষদের চলমান বৈঠক বয়কট করেছে।

আহমাদ আলে মাহমুদ বলেছেন, সংযুক্ত আরব আমিরাত কাতারের ওপর অবরোধ আরোপ করেছে। কিন্তু কাতার পাল্টা পদক্ষেপ নেয় নি। কাতার চাইলে আন্তর্জাতিক আইন অনুযায়ী আমিরাতে গ্যাস রপ্তানি বন্ধ করে দিতে পারে।

মিশর প্রসঙ্গে তিনি বলেন, মিশরের তিন লাখ নাগরিক কাতারে কাজ করে। মিশর অন্যায় আচরণ করার পরও কাতার পাল্টা পদক্ষেপ নেয় নি। একজন মিশরীয়কে কাতার থেকে ফেরত পাঠানো হয় নি। কিন্তু কাতারের ওপর অবরোধ আরোপকারী চারটি দেশই তাদের ভূখণ্ড থেকে সব কাতারিকে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে এমনকি সেসব দেশে কাতারের চিকিৎসাধীন নাগরিকদেরকেও থাকতে দেওয়া হয় নি।

সন্ত্রাসবাদে সমর্থনের অভিযোগে ২০১৭ সালের ৫ জানুয়ারি থেকে কাতারের ওপর অবরোধ আরোপ করে রেখেছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর ও বাহরাইন।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৮