হাফতার বাহিনীকে ঠেকাতে লিবিয়া সরকারের অভিযান
https://parstoday.ir/bn/news/west_asia-i69424-হাফতার_বাহিনীকে_ঠেকাতে_লিবিয়া_সরকারের_অভিযান
জাতিসংঘ সমর্থিত লিবিয়ার সরকার দেশটির বিদ্রোহী নেতা খলিফা হাফতারের নেতৃত্বাধীন বাহিনীর অগ্রাভিযান ঠেকাতে পাল্টা অভিযান শুরু করেছে। কিছুদিন আগে হাফতারের বাহিনী রাজধানী ত্রিপোলি দখলের জন্য অভিযান শুরু করে।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
এপ্রিল ০৮, ২০১৯ ১৯:৪৪ Asia/Dhaka
  • হাফতার বাহিনীর বিরুদ্ধে অভিযান শুরু করেছে লিবিয়ার সরকারি বাহিনী
    হাফতার বাহিনীর বিরুদ্ধে অভিযান শুরু করেছে লিবিয়ার সরকারি বাহিনী

জাতিসংঘ সমর্থিত লিবিয়ার সরকার দেশটির বিদ্রোহী নেতা খলিফা হাফতারের নেতৃত্বাধীন বাহিনীর অগ্রাভিযান ঠেকাতে পাল্টা অভিযান শুরু করেছে। কিছুদিন আগে হাফতারের বাহিনী রাজধানী ত্রিপোলি দখলের জন্য অভিযান শুরু করে।

লিবিয়ার সরকারি বাহিনীর মুখপাত্র কর্নেল মুহাম্মাদ গনুনু গতকাল (রোববার) বলেছেন, হাফতারের বাহিনী গত কয়েকদিনে যেসব এলাকা দখল করে নিয়েছে তা পুনরুদ্ধার করা হবে।

হাফতার বাহিনী লিবিয়ার পূর্বাঞ্চল নিয়ন্ত্রণ করছে এবং ৪ এপ্রিল থেকে তারা রাজধানীর নিয়ন্ত্রণ নেয়ার জন্য অগ্রাভিযান চালায়। রাজধানী দখল করার পাশাপাশি এ বাহিনী আন্তর্জাতিকভাবে স্বীকৃত লিবিয়া সরকারকে ক্ষমতাচ্যুত করতে চায়।

হাফতারের বাহিনীকে মোকাবেলার জন্য সরকারি বাহিনী অভিযান শুরু করার পর ত্রিপোলির দক্ষিণে দুপক্ষের মধ্যে প্রচণ্ড সংঘর্ষ হয়েছে। দুপক্ষই পরস্পরের বিরুদ্ধে বিমান হামলা চালায়। বেসামরিক লোকজনকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার সুযোগ দিতে সংঘর্ষ বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

সম্প্রতি খবর বের হয়েছে- সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও মিশর হাফতার বাহিনীকে সমর্থন দিচ্ছে।#

পার্সটুডে/এসআইবি/৮